টোকিওয়ে ইতিহাস তৈরি করবেন বাংলার ছেলে, এমনটাই আশা করা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হল না। সব স্বপ্ন চুরমার শনিবার সকালেই। প্রি কোয়ার্টার ফাইনালে এদিন জাপানের ফুরুকাওয়ার কাছে হারলেন অতনু। খেলার ফল ৬-৪। টোকিও অলিম্পিকের দলগত বিভাগে সোনা জয়ী তথা প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন জিনহিয়েককে হারিয়ে তিরন্দাজির ব্যক্তিগত ইভেন্টের প্রি-কোয়ার্টারে জায়গা করে নিয়েছিলেন অতনু দাস।
তাই তাঁকে ঘিরে প্রত্যাশাও বেড়ে গিয়েছিল ৷ কিন্তু শনিবার শেষরক্ষা করতে পারলেন না ৷ হাড্ডাহাড্ডির লড়াইয়ের পর হার অতনুর। তিরন্দাজিতে ভারতের পদক জয়ের শেষ আশাই ছিল বাংলার অতনু দাস। অতনু হারার অর্থই হল এবারের অলিম্পিকে তিরন্দাজিতে ভারতের আর কোনও পদক জয়ের সম্ভাবনা থাকল না ৷ খালি হাতেই দেশে ফিরতে হচ্ছে ভারতীয় তিরন্দাজদের।