টোকিও অলিম্পিকে বক্সিংয়ের সেমিফাইনালে উঠে গেলেন অসমের লাভলিনা। জিতে গেলেন তিনি। প্রত্যন্ত অঞ্চল গোলাঘাট থেকে ২৪ বছরের লাভলিনার অলিম্পিক পদক পাওয়ার যাত্রা গল্পের থেকে কম রোমাঞ্চকর নয়। আর এই জয়ের সঙ্গে সঙ্গেই টোকিও অলিম্পিকে ফের ইতিহাস গড়ল ভারত। বক্সিংয়ে পদক নিশ্চিত করলেন লাভলিনা। লাভলিনা আজ চাইনিজ তাইপেইয়ের নিয়েন চিয়েনকে হারিয়েছেন কোয়ার্টারফাইনালে।
৪-১ পয়েন্টের ব্যবধানে জিতেছেন তিনি। কোয়ার্টার ফাইনালে জিতে ৬৯ কেজি বক্সিংয়ে সেমিফাইনালে পৌঁছলেন ৫ ফুট ৮ ইঞ্চির কন্যা৷ এই জয়ের সঙ্গে সঙ্গেই ন্যূনতম ব্রোঞ্জ পদক নিশ্চিত করে ফেললেন লাভলিনা। ছোট থেকে কিকবক্সিং শিখতেন তিনি।
পরে সাইয়ে ভর্তি হন, এক কোচের তত্ত্বাবধানে শুরু করেন বক্সিং। আত্মবিশ্বাস, লড়াকু মনোভাব, কঠোর পরিশ্রমের জোরে শেষমেশ অলিম্পিক্সে জয়ের দুয়ারে। সেই সঙ্গে তাঁর রয়েছে টেকনিকের উপর দুরন্ত দখল, বিচক্ষণতা, অভিজ্ঞতাও। সব মিলিয়ে তাঁর দিকেই তাকিয়ে রয়েছে অসম তথা গোটা দেশ।
মঙ্গলবার জার্মানির অভিজ্ঞ মহিলা বক্সার নাদাইন এপেটজের বিরুদ্ধে ৩:২ জিতেছিলেন লাভলিনা। তার পরেই এই অলিম্পিকে ভারতের আরও এক তুরুপের তাস হয়ে ওঠেন তিনি। বিশেষজ্ঞরা বলেন, প্রতিটি পাঞ্চ, জ্যাব, কাট, হুক সবেতেই প্রায় নিখুঁত ছিলেন তিনি।