করোনার দাপট ক্রমশই বাড়ছে। সেই সংক্রমণ রুখতে জারি কোভিড বিধিনিষেধ। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাজ্যের সিনেমা হলগুলি খোলার ব্যাপারে বড়সড় সিদ্ধান্তের কথা জানানো হল নবান্নের পক্ষ থেকে। কোভিডবিধি মেনে আগামী ৩১ জুলাই থেকে খুলতে পারবে সিনেমা হলগুলি। তবে দর্শকসংখ্যা ৫০ শতাংশের বেশি থাকতে পারবে না। প্রত্যেককে মানতে হবে করোনা প্রোটোকল। ব্যবহার করতে হবে মাস্ক, স্যানিটাইজার।
সরকারি কোনও অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে। তবে ইন্ডোর হল’এ অনুষ্ঠানের আয়োজন করতে হবে। আসন সংখ্যার ৫০ শতাংশ লোকজন অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। অনুষ্ঠানে উপস্থিত সকলকে পরতে হবে মাস্ক। ব্যবহার করতে হবে স্যানিটাইজার। মানতে হবে শারীরিক দূরত্ববিধি। এছাড়াও এবারের নির্দেশিকায় রাতে কড়া বিধিনিষেধের কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাইরে বেরনোর ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ জারি রয়েছে।
গত বছর থেকেই করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল রাজ্যের সমস্ত সিনেমা হল। পরবর্তীতে আনলক পর্যায়ে ধীরে ধীরে সমস্ত কিছু স্বাভাবিক হতে থাকে। কোভিডবিধি মেনে খোলে হলগুলিও। কিন্তু মারণ করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ফের সেগুলি বন্ধ করে দেওয়ার নির্দেশ জারি করে রাজ্য সরকার। এতদিন সেগুলি বন্ধই ছিল। তবে এবার ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হলগুলি খোলার অনুমতি দেওয়া হল নবান্নের তরফে।
এছাড়া রাজ্যে জারি থাকা বিধিনিষেধে কোনও বদল নেই। দোকান, বাজার নির্দিষ্ট সময় অনুযায়ী খোলা থাকবে। মেট্রো পরিষেবাও সাধারণের জন্য ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। বেসরকারি বাসেও গন্তব্যে পৌঁছনোর সুযোগ পাচ্ছেন সকলেই। তবে অনেকেই আশা করেছিলেন আগস্টের শুরু থেকেই হয়তো আমজনতার জন্য চালু হতে পারে লোকাল ট্রেন পরিষেবা। তবে নবান্নের জারি করা সাম্প্রতিক নির্দেশিকায় সে বিষয়ে কিছুই উল্লেখ করা হয়নি।