সংসদের অন্দরে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ বাড়িয়েছে তৃণমূল। সকল সাংসদ উপস্থিত থেকে সংসদের দুই কক্ষেই বিজেপিকে কোণঠাসার করার পরিকল্পনা নিয়েছে ঘাসফুল শিবির।
মূলত পেগাসাস ইস্যুতে লাগাতার আন্দোলন করে যাচ্ছেন তাঁরা। এদিনও রাজ্যসভার অন্দরে পেগাসাস ইস্যুতে সরব হয়েছিলেন তৃণমূলসহ অন্যান্য বিরোধী সাংসদেরা। ওয়েলে নেমে প্রতিবাদ করছেন তাঁরা।
কিন্তু কোন প্রতিবাদই রাজ্যসভা টিভিতে সম্প্রচারিত হচ্ছে না বলে অভিযোগ করলেন, রাজ্যসভার বিরোধী দলনেতা তথা প্রধান জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। এডিট করা হচ্ছে রাজ্যসভা টিভির ফুটেজ। অন্ধকারে রাখা হচ্ছে দেশের মানুষকে।
টুইটে ডেরেক লেখেন, ‘সেন্সরশিপ। মোদী- শাহ মাস্টারস্ট্রোক। রাজ্যসভা টিভিতে বেছে বেছে ফুটেজ দেখানো হচ্ছে। পেগাসাস নজরদারি নিয়ে ১৫ টি বিরোধী দলের ১০০ জন সাংসদের প্রতিবাদ দেখানো হচ্ছে না।’