ইয়াসের তাণ্ডবের পর রাজ্যে ফের টর্নেডো। মঙ্গলবার মধ্যরাতে বসিরহাট মহকুমার সুন্দরবন হিঙ্গলগঞ্জ ব্লকের সাহাপুরে টর্নেডো আছড়ে পড়ে। এক মিনিটের ঝড়ে তছনছ হয়ে গেল সুন্দরবনের হিঙ্গলগঞ্জ এলাকা। ভেঙেছে ঘরবাড়ি, বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এই এক মিনিটের টর্নেডো ঝড়ে হিঙ্গলগঞ্জ থানা এবং বৈদ্যুতিক সাবস্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষণস্থায়ী ঝড়ে তছনছ হয়ে গেছে সুন্দরবনের হিঙ্গলগঞ্জ এলাকার প্রচুর ঘরবাড়ি। ক্ষতি হয়েছে অনেক। রাস্তার উপর ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি, বড় গাছের ডাল। উড়ে এসেছে বাড়ির ছাদের টালি, টিন। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে সুন্দরবনবাসী।
শহরে জারি হলুদ সতর্কতা, নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। এই এক মিনিটের টর্নেডো ঝড়ে হিঙ্গলগঞ্জ থানা এবং বৈদ্যুতিক সাবস্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকার প্রায় কুড়িটি বাড়ি ভেঙে দিয়ে যায় এই টর্নেডো। গাছ ও বৈদ্যুতিক খুঁটি রাস্তার উপরে পড়ে। যার জেরে রাস্তা আটকে পড়ে। হিঙ্গলগঞ্জ ব্লক প্রশাসনের জয়েন্ট বিডিও ওম প্রকাশ গুপ্তা ঘটনাস্থলে পৌঁছন। যুদ্ধকালীন তৎপরতায় দ্রুত হাসনাবাদ লেবুখালী সড়ক পরিষ্কারের কাজ চালানো হচ্ছে বলে তিনি জানান।
এক প্রত্যক্ষদর্শী বিপ্লব কুমার দাস বলেন, ‘গতকাল রাতে এক মিনিটের ঝরে লন্ডভন্ড হয়ে যায় হিঙ্গলগঞ্জের একটি অংশ। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি। বিদ্যুতের খুঁটি উপড়ে পরে রাস্তা আটকে পড়েছে। আচমকা এই ঝড়ে আতঙ্কে রয়েছি সবাই।’
আবহাওয়া দফতরের কোনওরকম আভাস না থাকায় এলাকার মানুষ এই টর্নেডো ঝড়ে রীতিমতো হতভম্ব হয়ে পড়ে। বুধবার সকাল থেকে রাস্তার উপর থেকে ভেঙে পড়া গাছগুলি সরানোর কাজ শুরু হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাড়িগুলি নামের তালিকা তৈরি করা হয়েছে।