আগরতলায় পৌঁছলেন তৃণমূলের প্রতিনিধি দল। বুধবার সকাল সাড়ে ৯টা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দেন ব্রাত্য বসু, মলয় ঘটক এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পৌনে এগারোটা নাগাদ পৌঁছন আগরতলা এয়ারপোর্টে। সেখানে প্রাথমিক নিয়মনীতি পার করে তাঁরা শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
এদিন প্রতিনিধি দল আগরতলা বিমানবন্দরে নামতেই স্লোগান দেন তৃণমূল কর্মী-সমর্থকরা। জানা গেছে, ত্রিপুরা সরকারের তরফে তাঁদের গাড়ি পাঠানো হয়েছিল। কিন্তু তাঁরা তা প্রত্যাখ্যান করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী মলয় ঘটক বলেন, ‘বিধানসভা নির্বাচনের পর থেকেই ত্রিপুরায় গণতন্ত্র স্তব্ধ। এখানে বহু পার্টি অফিস জ্বালানো হয়েছে। অনেককে খুন করা হয়েছে। আমরা অত্যাচারিত মানুষের পাশে দাঁড়াতে এসেছি’।
বাংলা জয়ের পর তৃণমূলের পাখির চোখ এবার মিশন ত্রিপুরা। সেই লক্ষ্যেই জনমত সমীক্ষা করতে বিপ্লব দেবের রাজ্যে গিয়েছিলেন আই প্যাকের ২৩ সদস্যের একটি দল। কিন্তু তাঁদের কারও আরটিপিসিআর রিপোর্ট ছিল না বলে অভিযোগ। এরপরই তাঁদের আটক করে পুলিশ। হোটেলেই কার্যত গৃহবন্দী করে রাখা হয় তাঁদের। সেই খবর সামনে আসতেই তোপ দাগে তৃণমূল। এবার আই প্যাকের সদস্যদের পুলিশের হাত থেকে ছাড়াতেই আগরতলায় পৌঁছল তৃণমূলের প্রতিনিধি দল।
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ত্রিপুরা যাচ্ছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আই প্যাকের কর্মীদের আটকে রাখার ঘটনাকে হাতিয়ার করে দলকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই লক্ষ্যেই অভিষেক যাচ্ছেন আগরতলায়। তবে তার আগেই সেখানে পৌঁছে গেলেন ব্রাত্য, মলয়, ঋতব্রতরা। এই নিয়ে তৃণমূলের ত্রিপুরা প্রদেশ সভাপতি আশিস লাল সিং বলেন, ‘আমাদের নেতারা এসেছেন। আটক আই প্যাকের কর্মীদের মুক্তির বিষয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলবেন’।