দিল্লি যাবার আগেই সোমবার পেগাসাস নিয়ে তদন্ত কমিশন গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে বললেন, ‘এ নিয়ে সর্বদল বৈঠক ডাকুন প্রধানমন্ত্রী। সবার মতামত নিন। পাশাপাশি সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত হোক’।
একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই ফোনে আড়ি পাতা নিয়ে ছন্দ মিলিয়ে মমতা বলেছিলেন, ‘পেগাসাস, ফেরোসাস, ডেঞ্জারাস, নরেন্দ্র মোদীর নাভিশ্বাস।‘ এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পেগাসাস নিয়ে আলোচনা হয়েছে কিনা তা নিয়ে কিছু ভাঙতে চাননি মমতা। তবে সাংবাদিক সম্মেলনে বলেন, ‘পেগাসাস নিয়ে সর্বদল বৈঠক ডাকুন প্রধানমন্ত্রী। সবার সঙ্গে কথা বলে মতামত নিন।’ সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত হওয়া উচিত বলে মনে করেন মুখ্যমন্ত্রী।
পেগাসাস-কাণ্ডে দুই অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে সোমবার তদন্ত কমিশন গঠন করেছে রাজ্য সরকার। নবান্নে মমতা বলেছিলেন, ‘পেগাসাস নিয়ে তদন্ত কমিশন গঠন করেছি। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। সুপ্রিম কোর্টের অবসপ্রাপ্ত বিচারপতি মদন লোকুর ও হাই কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য থাকবেন তদন্ত কমিশনের দায়িত্বে।’ ৬ মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা কমিশনের।
একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সুপ্রিম কোর্টকেও স্বতঃপ্রণোদিত মামলা করার আবেদন জানিয়েছিলেন মমতা। এই নিয়ে ইতিমধ্যে দুটি পিটিশনও জমা পড়েছে শীর্ষ আদালতে। তবে কেন্দ্র সরকার জানিয়েছে তদন্তের কোনও প্রয়োজন নেই। তবে এদিন মমতা ফের সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের আবেদন জানালেন। পাশাপাশি সর্বদল বৈঠকেরও দাবি জানালেন।