পেগাসাস ইস্যুতে সংসদের ভিতর-বাইরে ঝড় তুলেছে বিরোধীরা। এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়ির দরজা পর্যন্ত পৌঁছল সেই ঝড়ের আঁচ।
মঙ্গলবার সকালে পেগেসাস ইস্যুতে কৃষ্ণ মেনন মার্গে অমিত শাহের সামনে বিক্ষোভ দেখাল কংগ্রেস। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায়। বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ।
চলতি সপ্তাহেও কৃষি আইন, পেগাসাস-সহ বিভিন্ন ইস্যুতে দফায় দফায় উত্তপ্ত সংসদ। বিরোধীদের হট্টগোলের জেরে গত সপ্তাহে বারবার অধিবেশন মুলতুবি করে দিতে বাধ্য হন লোকসভা স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান। মঙ্গলবারও সেই একই চিত্র বজায় রাইল। এই দুই ইস্যুতে সরকারের অস্বস্তি বাড়াতে কোনও কসুর করছেন না বিরোধীরা। এবার তাঁরা পৌঁছে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়ির সামনে।
ইতিমধ্যেই পেগাসাস ইস্যুতে অমিত শাহের পদত্যাগ দাবি করেছে কংগ্রেস। সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে পিটিশন। অন্যদিকে বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোরদের ফোনে আড়ি পাতার অভিযোগ উঠেছে। ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।