দুঃসংবাদ যেন পিছু ছাড়ছে না ভারতের। আবার এক হতাশা ঘিরে ধরল ভারতীয় ব্যাডমিন্টন ফ্যানেদের। জিতেও বিদায় নিতে হচ্ছে দেশের তরুণ ডাবলস জুটি চিরাগ শেট্টি ও স্বাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডিকে।
এদিন কোর্টে নামার আগেই অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছিল চিরাগ-স্বাত্ত্বিকসাইরাজ। কারণ চিনা তাইপেই জুটি লি ইয়াং ও চি-লিং বিশ্বের এক নম্বর ইন্দোনেশিয়ান জুটি মার্কাস জিডেওন ও কেভিন সুকামুলজোকে হারিয়ে দেন। যাঁর ফলে পয়েন্ট ও জয়ের বিচারে চিরাগ-স্বাত্ত্বিকসাইরাজদের আর কোনও ভাবেই শেষ আটে যাওয়া সম্ভব হচ্ছে না।
মঙ্গলবার টোকিও অলিম্পিক্সের পঞ্চম দিনের সকালে পুলের তৃতীয় ম্যাচে চিরাগ-স্বাত্ত্বিকসাইরাজ ২১-১৭, ২১-১৯ জিতলেন। কিন্তু ব্রিটেনের লেন বেন ও ভেন্ডি সিনকে ২-০ হারিয়েও শেষ আটে যেতে পারছে না ভারত!