দিল্লীর পথে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই সময় সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং নতুন দুই হ্যাশট্যাগ। আব কি বার দিদি সরকার এবং বেঙ্গল মডেল। তৃণমূল নেতৃত্ব টুইটারে এই হ্যাশট্যাগকে ভাইরাল করেছে। স্বাভাবিকভাবেই তৃণমূলনেত্রীর দিল্লী সফরের আগেই এই হ্যাশট্যাগ ট্রেন্ডিং হওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
ঠাসা কর্মসূচি নিয়ে সোমবার দুপুরেই দিল্লির জন্য উড়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কয়েক ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়েছে নতুন পোস্টার। ২০১৪ সালে কেন্দ্রে সরকার পরিবর্তনের আগে বিজেপির স্লোগান ছিন, “বহত হুই জনতা পর পেট্রল-ডিজেলকে মার/ আব কি বার মোদী সরকার।” এবার সেই পোস্টারকেই কটাক্ষ করেছে তৃণমূল। পোস্টারে ঘাসফুল শিবিরের নতুন স্লোগান, ‘আব কি বার দিদি সরকার’। সঙ্গে লেখা, নেহি চাহিয়ে ফেকু সরকার। উল্লেখ্য, একুশের শহীদ স্মরণের মঞ্চ থেকে বিজেপির গুজরাত মডেলের পাল্টা বাংলার মডেলকে তুলে ধরেছিলেন তৃণমূল সুপ্রিমো।
একুশের ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই জাতীয়স্তরের রাজনীতিতে ঝাঁপিয়েছে তৃণমূল। সেইমতো তৈরি হয়েছে ব্লুপ্রিন্ট। রাজনৈতিক মহল বলছে, বিজেপি বিরোধী জোটের প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনিই কি নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়াইয়ের মুখ? জাতীয় রাজনীতির অন্দরে এখন এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে। এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় এই হ্যাশট্যাগ ট্রেন্ডিং হওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ।