কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে আজ থেকেই যাত্রীদের সুবিধার্থে বাড়ানো হল মেট্রোর সংখ্যা। মেট্রো পরিষেবা চালু হওয়ার পর থেকেই যাত্রীদের ভিড় বাড়ছে। সুতরাং বাড়িয়ে দেওয়া হল মেট্রো, বদল এল সময়সূচীতেও।
এদিন সকাল সাড়ে ৭টা থেকে চালু হয়েছে মেট্রো। সময় আরও আধঘণ্টা এগিয়ে নিয়ে আসা হয়েছে। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার থেকে মেট্রোর সংখ্যা আরও বাড়বে। এখন আপ-ডাউন মিলিয়ে রোজ মোট ২০৮টি মেট্রো চলছে। আজ থেকে মেট্রো চলবে ২২০টি।
রাজ্যে লকডাউন শুরু হওয়ার পরে মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপরে প্রথম স্টাফ স্পেশাল ট্রেন চালু হয়। প্রথম ৪০টি ট্রেন ও পরে সংখ্যায় বেড়ে ৬২টি ট্রেন চালানো শুরু হয়। রাজ্যে কোভিড পরিস্থিতি পর্যালোচনা করে ধাপে ধাপে ট্রেন সংখ্যা বাড়ানো হয়। তবে সর্বসাধারণের জন্য মেট্রো পরিষেবা বন্ধই রাখা হয়েছিল। জরুরি ভিত্তিতে কাজের জন্য বেরোতে হচ্ছে যাঁদের, শুধু তাঁদের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রো রেল কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল, কোভিড বিধি মাথায় রেখে সামাজিক দূরত্ব মেনে মেট্রোতে ৬০০ জন করে যাত্রী নেওয়া হবে। কিন্তু ভিড় বাড়তে থাকায় মেট্রোর সংখ্যা বাড়ানোরই সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া মেট্রো চলাচলের সময়সীমাও খানিক পরিবর্তন করা হয়েছে। এতদিন সকালে ৮টায় প্রথম মেট্রো ছাড়ত দক্ষিণেশ্বর থেকে। আজ থেকে সময় এগিয়ে এসেছে আরও আধ ঘণ্টা। এর ফলে যাত্রীদেরও সুবিধা হচ্ছে বলে জানা গেছে। রাত ৮টা পর্যন্ত চলবে মেট্রো।