একুশের ভোটযুদ্ধ জয়ের পর থেকেই রাজ্য রাজনীতি ছাড়িয়ে ক্রমশ জাতীয় রাজনীতিতে উত্তরণ ঘটেছে তাঁর। পাশাপাশিই, দলেও প্রশ্নাতীত ভাবে বেড়েছে গুরুত্ব। কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের টালির চালের বাড়ির পরেই এখন তৃণমূলের রাজনীতিতে গুরুত্ব পাচ্ছে হরিশ মুখার্জি রোডের ‘শান্তিনিকেতন’ও। প্রথমটি হল মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিকানা। দ্বিতীয়টি তৃণমূলের নয়া সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলে তিনি এখন ঘোষিত ভাবেই দু’নম্বর। যদিও অভিষেক বারবারই বলেন যে, তৃণমূলে একজনই নেত্রী— মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি সকলেই কর্মী। তিনি নিজেও। কিন্তু বিধানসভা ভোটের পর দলে অভিষেকের গুরুত্ব যে বেশ কয়েক গুণ বেড়েছে, তা বিধানসভা ভোটে বিজেপির বিপর্যয়ের মতোই স্পষ্ট।
কারণ রাজ্যের বিধানসভা ভোটে মমতার পাশাপাশিই গোটা বাংলা ঘুরে প্রচার করেছিলেন অভিষেক। মমতার মতো মোদী-শাহ জুটির মোকাবিলা করেছেন তিনিও। এবং যুদ্ধ জিতেছেন। আর তারপর থেকেই দলে অভিষেকের গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। সেটা প্রত্যাশিতই ছিল। কিন্তু দেখা যাচ্ছে, গুরুত্ব বেড়েছে তাঁর কন্যা আজানিয়ারও। রবিবার ছিল আজানিয়ার জন্মদিন। ছোট্ট মেয়েটিকে অকাতরে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে তৃণমূলের বিভিন্ন স্তরের নেটমাধ্যমে। এমনকি, একটি পোস্টে আজানিয়াকে ‘ভবিষ্যতের অগ্নিকন্যা’ বলেও অভিহিত করা হয়েছে!আজানিয়া এখনও নেহাতই বালিকা। স্কুলে পড়ে। ইদানীংকালে তাকে মাত্র দু’বারই প্রকাশ্যে দেখা গিয়েছে।
প্রথমবার, বিধানসভা ভোটের আগে। যখন অভিষেকের পত্নী রুজিরাকে জেরা করতে তাঁর বাড়িতে গিয়েছিলেন সিবিআই অফিসারেরা। সেদিন কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থার আধিকারিকরা অভিষেকের বাড়িতে পৌঁছনোর ঠিক আগে যখন মমতা সেখান থেকে বেরিয়ে আসছেন, তখন তাঁর হাত ধরে হাঁটতে হাঁটতে বাইরে এসেছিল আজানিয়া। দ্বিতীয়বার, বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের দিন ২ মে। বিপুল গরিষ্ঠতা নিয়ে তৃণমূল ক্ষমতায় আসার পর কালীঘাটের বাড়ির চত্বরে মমতা যখন প্রথম বেরিয়ে এলেন প্রতিক্রিয়া দিতে, তখন তাঁর পাশেই দাঁড়িয়ে দু’আঙুল তুলে ‘ভিকট্রি’ চিহ্ন দেখিয়েছিল আজানিয়া। মমতা-আজানিয়ার সেই ছবি নেটমাধ্যমে সাড়া এবং শোরগোল ফেলেছিল। কিন্তু অভিষেকের কন্যাকে কেউ তখনও ‘ভবিষ্যতের অগ্নিকন্যা’ বলে অভিহিত করেননি।
ঘটনাচক্রে, আজানিয়ার জন্মদিন যে ২৫ জুলাই, তা পারিবারিক আবহে সকলে মনে রাখলেও এতদিন দলীয় স্তরে কেউ মনে রাখেননি। তৃণমূলের শীর্ষনেতৃত্বের একাংশের মতে, মনে রাখার প্রয়োজনও পড়েনি। এখন একদিকে যেমন আজানিয়ার জন্মদিনে তার ছবি দিয়ে নিজের ফেসবুকে পোস্ট করেছেন দলের দাপুটে বিধায়ক মদন মিত্র, তেমনই ইনস্টাগ্রামে দলের একটি শাখা সংগঠনের নামের অ্যাকাউন্টে বালিকার ছবি দিয়ে লেখা হয়েছে ‘ভবিষ্যতের অগ্নিকন্যা’। আজানিয়া-অভিষেকের ছবিও পোস্ট করে জন্মজিনের শুভেচ্ছা জানানো হয়েছে।