পেগাসাস ইস্যুতে উত্তাল দেশ। সোমবারও সংসদের দুই কক্ষে প্রায় আচলাবস্থা জারি রেখেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে ফোনে আড়িপাতা নিয়ে তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ফোনে আড়িপাতা বিতর্ক সামনে আসার পর গোটা দেশের মধ্যে এই প্রথম কোনও রাজ্য তদন্ত কমিশন গঠন করল। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এম ভি লোকুর এবং কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের নেতৃত্বে এই কমিশন গঠন করা হয়েছে৷ বাংলার রাজনৈতিক নেতা-সহ কাদের ফোনে আড়ি পাতা হয়েছে, তা তদন্ত করে দেখবে এই কমিশন৷
সোমবার দুপুর ৩টে নাগাদ দিল্লি রওনা দেবেন মমতা। তার আগে নবান্নে এই ঘোষণা করলেন তিনি। পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে বিধানসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের ফোনে আড়ি পাতার অভিযোগ উঠেছে। মমতা বলেন, ‘বাংলার মানুষের ফোনে আড়িপাতা হয়েছে। তাই তদন্ত কমিশন গঠন করা হল’। এ দিন রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই মমতা আবেদন জানিয়েছিলেন, সুপ্রিম কোর্ট যেন স্বতঃপ্রণোদিত ভাবে পেগাসাস ইস্যুতে তদন্ত করে। এরপর এই নিয়ে দেশের শীর্ষ আদালতে পিটিশনও জমা পড়ে। তবে কেন্দ্র জানিয়ে দেয়, আদালতের তত্ত্বাবধানে কোনও তদন্ত হবে না। নবান্ন থেকে এদিন মমতা বলেন, ‘আমরা ভেবেছিলাম পেগাসাস ইস্যুতে কেন্দ্র পদক্ষেপ করবে। অন্তত সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে একটি তদন্ত হবে। কিন্তু কিছুই হয়নি। কেউ না জাগলে তাকে জাগাতে হয়’।