এর আগে উত্তরাখণ্ড এবং আসামে মুখ্যমন্ত্রীত্ব নিয়ে গেরুয়া শিবিরের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বর কারণে মুখ্যমন্ত্রী বদল দেখেছে গোটা দেশ। এবার একই ঘটনা ঘটল কর্ণাটকেও। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত পদত্যাগের কথা ঘোষণা করলেন বিএস ইয়েদুরাপ্পা। কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার কথা নিজেই জানালেন তিনি।
জানা গিয়েছে, আজ বিকেল চারটে নাগাদ রাজ্যপালের সঙ্গে দেখা করবেন তিনি। মধ্যাহ্নভোজের পরই ইয়েদুরাপ্পা যাবেন রাজ্যপালের কাছে। এরপর রাজ্যপালের হাতে পদত্যাগপত্র তুলে দেবেন তিনি। দু’বছরের মেয়াদ শেষে ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী হতে পারেন লিঙ্গায়েত নেতা মুরুগেশ নিরানি। সোমবারই কর্ণাটক সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে যোগ দিয়েই এই ঘোষণা করেন ইয়েদুরাপ্পা।
প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই ইয়েদুরাপ্পার পদত্যাগ নিয়ে জল্পনা চলছিল। চলতি মাসের ১৮ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন ইয়েদুরাপ্পা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও সাক্ষাৎ হয় তাঁর। যদিও কর্ণাটকের মুখ্যমন্ত্রী সেই সময় ইস্তফার গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন। তবে রবিবারই ইঙ্গিত দিয়েছিলেন পদত্যাগের। অবশেষে রাজ্যের দ্বিতীয় বর্ষপূর্তিতেই ইস্তফার কথা ঘোষণা করলেন তিনি।