রাজ্যসভায় দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে নির্বাচন ৯ আগস্ট। এই আসনে কাকে প্রার্থী করা হবে তাই নিয়ে বিস্তর জল্পনা চলছিল। অবশেষে তামাম আলোচনা ও সংবাদমাধ্যমের যাবতীয় সম্ভাবনায় জল ঢেলে প্রাক্তন আমলা জহর সরকারকে রাজ্যসভা ভোটে প্রার্থী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এতদিন মনে করা হচ্ছিল যশবন্ত সিনহার মতো বাজপেয়ী আমলের মন্ত্রীকে রাজ্যসভার জন্য মনোনয়ন দিতে পারে তৃণমূল কংগ্রেস। সেদিক থেকে বিজেপি বিরোধী মুখ হিসাবে এই নামটিও বেশ ভারীই ছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রাক্তন আমলা জহর সরকারকেই বেছে নিল তৃণমূল। কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জহর সরকার রাজ্য-কেন্দ্র-দেশের সীমা ছাড়িয়ে এমন একটি নাম যাঁর রাজনৈতিক জ্ঞান নিয়ে কোনও প্রশ্ন তোলা তো যায়ই না, বরং বলা যায় তাঁর মুখোমুখি হলে কথা বলার আগে দু’বার ভেবে দেখতে হবে দুঁদে কোনও নেতাকেও।
সম্প্রতি রাজ্যসভার উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে নির্বাচনের দিন ঠিক হয় ৯ অগস্ট। সেই আসনেই তৃণমূলের প্রস্তাবিত মুখ জহর সরকার। এর আগে একাধিক বার কেন্দ্রের সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে সরব হতে দেখা গিয়েছিল তাঁকে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে তাঁর মত পার্থক্যও প্রকাশ্যে এসেছে। এ হেন বাঙালি বিশিষ্ট অবসরপ্রাপ্ত আইএএস অফিসার, সর্বভারতীয় স্তরে যাঁর সুপরিচিতি রয়েছে, এমনই একজনকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়ে নিঃসন্দেহে বড় বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।