ব্যতিক্রমী ঘটনা ক্রিকেট জগতে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে একসঙ্গে অভিষেক হল পাঁচ ভারতীয় ক্রিকেটারের। সাধারণত এধরনের ঘটনা দেখাই যায় না। শ্রীলঙ্কার বিরুদ্ধে ইতিমধ্যেই একদিনের সিরিজ জিতে গিয়েছে ভারত। শুক্রবার টসে জেতেন শিখর ধবন। জিতেই তিনি পরিচিত ভঙ্গিমায় ঊরুতে চাপড় দিয়ে উচ্ছ্বাস করেন।
ভারতের ক্ষেত্রে শেষ বার এই ঘটনা ঘটেছিল ১৯৮০ সালে। ডিসেম্বর মাসের সেই ম্যাচে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেমেছিল ভারত। দিলীপ দোশী, কীর্তি আজাদ, রজার বিনি, সন্দীপ পাটিল এবং তিরুমালাই শ্রীনিবাসনের অভিষেক হয় সেই ম্যাচে।
আবার এতবছর পর এই ম্যাচে একসঙ্গে অভিষেক হয়েছে সঞ্জু স্যামসন, নীতীশ রানা, রাহুল চাহার, চেতন সাকারিয়া এবং কৃষ্ণাপ্পা গৌতমের। বিশ্রাম দেওয়া হয়েছে ঈশান কিশন, ক্রুণাল পাণ্ড্য, দীপক চাহার, যুজবেন্দ্র চহাল এবং কুলদীপ যাদবকে।