আই সি এস ই ও আই এস সি’এ দশম ও দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ হবে আগামীকাল অর্থাৎ বিকেল ৩টেয়। একাধিক ওয়েবসাইটে লগইন করে ফলাফল জানতে পারবে পড়ুয়ারা। কাউন্সিলের CAREERS পোর্টাল এবং এসএসএসের মাধ্যমে নিজেদের রেজাল্ট দেখা যাবে। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন্স (CISCE) শুক্রবার নিজেদের ওয়েবসাইটে ফলপ্রকাশ সম্পর্কে জানিয়ে নোটিশ জারি করেছে।
উল্লেখ্য, চলতি বছরে করোনাভাইরাসের দাপটে সমস্ত পরীক্ষা বাতিল হয়েছে পড়ুয়াদের। ফলত জুনেই কাউন্সিলের তরফে জানিয়ে দেওয়া হয়, ইন্টারনাল অ্য়াসেসমেন্টের ভিত্তিতেই পড়ুয়াদের মূল্যায়ন করা হবে।
cisce.org , results.cisce.org এই ওয়েবসাইটগুলির মাধ্যমে পড়ুয়ারা নিজেদের রেজাল্ট দেখতে পারবে। এছাড়া অ্য়াফিলিয়েটেড স্কুলগুলি প্রিন্সিপালের লগইন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে CAREERS পোর্টালে লগ ইন করে শিক্ষার্থীদের রেজাল্ট অ্যাক্সেস করতে পারবে।