দেশে করোনার দ্বিতীয় ঢেউ এখন অনেকটাই স্তিমিত। তবে উপদ্রব শুরু হয়েছে নতুন ভ্যারিয়েন্টের। যার ফলে দেশজুড়ে ক্রমেই বাড়ছে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আতঙ্ক। এরই মধ্যে আশঙ্কা বাড়াচ্ছে দৈনিক পরিসংখ্যান। দিন কয়েক আগেই দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা ৪০ হাজারের বেশ নিচেই ঘোরাফেরা করছিল। গতকাল তা একলাফে অনেকটা বাড়ে। আজও দেশের দৈনিক আক্রান্তের সংখ্যাটা ৪১ হাজারের উপরেই। উপরন্তু, পরপর দ্বিতীয় দিন বাড়ল করোনার অ্যাকটিভ কেস।
বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৩৮৩ জন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ১২ লক্ষ ৫৭ হাজার ৭২০। অন্যদিকে, ভারতে এখনও অবধি ৪ লক্ষ ১৮ হাজার ৯৮৭ জনের প্রাণ কেড়েছে করোনা। ২৪ ঘন্টায় মৃত্যু অনেকটাই কমে ৫০৭। এদিকে, দেশে এখনও পর্যন্ত মোট ৩ কোটি ৪ লক্ষ ২৯ হাজার ৩৩৯ জন করোনামুক্ত হয়েছেন। গত একদিনে সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৬৫২। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৯ হাজার ৩৯৪।