বৃহস্পতিবার পেগাসাস কাণ্ড নিয়ে সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা প্রথম থেকেই ছিল। এই ইস্যুতে আগেই লোকসভায় মুলতুবি প্রস্তাব পেশ করেছিল তৃণমূল। এরই মধ্যে আজ পেগাসাস কাণ্ডে লোকসভায় মুলতুবি প্রস্তাব আনে হাত শিবিরও। দলের তরফে কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি ওই প্রস্তাব আনেন। কৃষক আন্দোলন নিয়েও লোকসভা মুলতুবির প্রস্তাব আনেন দুই কংগ্রেস সাংসদ। সব মিলিয়ে রাজ্যসভায় এদিন অধিবেশন শুরু হতেই তুমুল হই-হট্টগোল শুরু হয়ে যায়। যার ফলে বেশ কিছুক্ষণের জন্য মুলতুবি হয়ে গিয়েছে রাজ্যসভা।
শুধু তাই নয়। বিরোধীদের হই হট্টগোলের জেরে রাজ্যসভার পর মুলতুবি হয়ে গেল লোকসভাও। বেলা ১২ অবধি মুলতুবি থাকবে। বিরোধীদের বিক্ষোভের মোকাবিলা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বৈঠকে বসছে বিজেপির কোর গ্রুপ। এদিকে, এদিন দিল্লীতেই রয়েছেন ডায়মণ্ড হারবারের তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এবং ভোটকুশলী প্রশান্ত কিশোর আজ দুপুরে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের বাড়িতেই সারবেন মধ্যাহ্নভোজন। সেখানে উপস্থিত থাকতে পারেন যশবন্ত সিনহাও। এই বৈঠকেই দিল্লীতে দলের পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করা হবে বল সূত্রের খবর।