এবছরের টোকিয়ো অলিম্পিক্সে অস্ট্রেলিয়ার ঘোড়সওয়ার দলের এক সদস্যকে প্রাথমিক ভাবে নির্বাসিত করা হয়েছে। বুধবার এমনটাই জানানো হয়েছে সেই দলের পক্ষ থেকে। মাদক সেবনের জন্য তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘোড়সওয়ার জেমি কেরমন্ডের থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছিল, তার ফলাফল পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে। ২৬শে জুন পরীক্ষা করা হয়েছিল তাঁর। টোকিয়ো অলিম্পিক্সে অংশ নিতে পারবেন না জেমি। তবে তিনি চাইলে ফের তাঁর নমুনা পরীক্ষা করাতে পারেন।
উল্লেখ্য, প্রথম বারের জন্য অলিম্পিক্সে নামার কথা ছিল ৩৬ বছরের জেমির। অস্ট্রেলিয়ার দলের তরফে জানানো হয়েছে প্রাথমিক ভাবে নির্বাসিত করা হয়েছে তাঁকে। সিদ্ধান্ত ফের পুনর্বিবেচনা করতে পারে নির্বাচকমণ্ডলী। ২৩শে জুলাই থেকে শুরু হবে অলিম্পিক্সের মূল প্রতিযোগিতা। বুধবার থেকে সফটবল, ফুটবলের মতো বেশ কিছু খেলা শুরু হয়ে গিয়েছে। তবে গেমস ভিলেজে করোনা আক্রান্তের সংখ্যাবৃদ্ধি চিন্তায় ফেলেছে কর্তৃপক্ষকে।