এবছরের বিধানসভা নির্বাচনে বিপুল ব্যবধানে জিতে তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসে প্রথম ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে ফের বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁর কটাক্ষের নিশানায় ছিল নির্বাচন কমিশনও। ক্ষমতা দখলের জন্য বিজেপি সব ধরনের শক্তি ব্যবহার করলেও বাংলার মানুষ বিশ্বাসঘাতকদের বিদায় দিয়েছে, এমনই জানান মমতা।
এদিন শহীদ দিহসের মঞ্চ থেকে মমতা বলেন, “বিজেপি মানি, মাফিয়া, মাসল পাওয়ার, সরকারি ক্ষমতা সব কিছু নিয়ে ঝাঁপিয়েছিল। নির্বাচন কমিশন তো বিজেপি-র পার্টি অফিসের মতো কাজ করেছে। ভোটের আগে গোটা কেন্দ্রীয় মন্ত্রিসভা ডেইলি প্যাসেঞ্জারের মতো যাতায়াত করেছে বাংলায়। গায়ের জোরে ক্ষমতা দখল করতে চেয়েছিল বিজেপি। কিন্তু বাংলার মানুষ গদ্দারদের বিদায় দিয়েছেন।” মমতা জানান, আগামী দিনেও বাংলার মানুষ বেইমানদের রাজনৈতিক ভাবে বিদায় দেবেন বলেই তাঁর বিশ্বাস।
উল্লেখ্য, এ বার মমতার পাখির চোখ ২৪-এর লোকসভা নির্বাচন। এখন থেকেই তার প্রস্তুতি শুরু করতে চান তৃণমূল নেত্রী। সব বিরোধী রাজনৈতিক দলকে একজোট হয়ে লড়াইয়ের ডাক দিয়েছেন মমতা। তিনি বলেন, “এটাই ঠিক সময়। যত দেরি করবেন, ততই সময় নষ্ট হবে। আমি দিল্লী যাচ্ছি। শরদজি, চিদম্বরমকে বলব বৈঠক ডাকলে আমরা যাব।” বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের স্লোগান ছিল ‘খেলা হবে’। সেই খেলার পরে এ বার আরও বড় খেলার ডাক দিয়েছেন মমতা। যত দিন না বিজেপিকে বিদায় দিতে পারছেন তত দিন দেশ জু়ড়ে বিভিন্ন রাজ্যে সেই খেলা চলবে বলেই জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।