ক্রমাগত নিজেই নিজেকে ছাপিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১-এর বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট গড়ে যত আসন পেয়েছিলেন, ২০১৬-তে একা লড়ে তা টপকে যান। ২০২১-এও একা লড়েন এবং টপকে যান ২০১৬-র অঙ্ক, আসনসংখ্যা এবং ভোটপ্রাপ্তি সব দিক থেকেই। এ বার ২১শে জুলাইয়ের শহীদ মঞ্চেও নিজেকে ছাপিয়ে গেলেন তৃণমূল নেত্রী। গত বছরের শহীদ দিবস কর্মসূচীর ফেসবুক ভিডিওর শেয়ার এবং কমেন্টকে এক ঘণ্টাতেই ছাড়িয়ে গিয়েছে বুধবারের ভিডিওটি।
প্রসঙ্গত, শেষ এক বছরে বাংলার রাজনৈতিক পরিস্থিতিতে অনেকটাই রদবদল হয়েছে। ২০২০ সালে তৃণমূলের ঘাড়ে রীতিমতো নিশ্বাস ফেলছিল বিজেপি। তার আগের বছরের লোকসভা ভোটে প্রায় সমানে সমানে ফল। ২১-এ বাংলা জিততে কোমর বেঁধে নেমে পড়েছিলেন মোদী, শাহেরা। গুঞ্জন ছিল, তৃণমূলের অনেক বাঘা নেতাই তলে তলে যোগাযোগ রাখছেন বিজেপির সঙ্গে। এমন পরিস্থিতিতেই মমতার ২১শে জুলাই কর্মসূচী হয় গত বছর। কোভিড পরিস্থিতিতে সেই সভাও ছিল ভার্চুয়াল। তার পর এই এক বছর ধরে সেই ফেসবুকে সেই বক্তৃতার ভিডিও শেয়ার হয়েছে ১৫ হাজারের কিছু বেশি। আর এ বছর ২১ জুলাই বক্তৃতা শেষের এক ঘণ্টার মধ্যে তার শেয়ার সংখ্যা হয়ে যায় ২৮.৬ হাজার। শুধু শেয়ারেই নয়, কমেন্টেও তাই। গত বছরের ভিডিওতে মোট কমেন্ট ১৬ লাখ ৪০ হাজারের মতো। এ বার এক ঘণ্টায় তা আড়াই লাখ ছাড়িয়েছে। তবে মোট লাইক এবং ভিউ-তে এখনও পিছিয়ে আছে এ বারের ফেসবুক ভিডিও। এ ক্ষেত্রেও কিছু দিনের মধ্যেই ২০২১-এর মমতা ছাপিয়ে যাবেন ২০২০-র মমতাকে, এমনই জানাচ্ছেন ফেসবুক বিশেষজ্ঞরা।