চব্বিশের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে ২১ জুলাই শহীদ দিবসের ভার্চুয়াল সমাবেশ থেকেই বিরোধী জোটের সলতে পাকানোর কাজ শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সারা দেশের নানা প্রান্তে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সম্প্রচারিত হয়েছে মমতার ভাষণ। একুশের সভা থেকেই যে ২০২৪-এ ‘দিল্লী চলো’ ডাক উঠবে, তা আগেই স্পষ্ট করা হয়েছিল। তাই নিজের ভাষণে সেই দিকেই আরও এক ধাপ এগিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, আগামী ২৫ তারিখ দিল্লী যাওয়ার কথা মমতার। পাঁচ দিন রাজধানীতে থাকবেন তৃণমূলনেত্রী। সেই সময় দিল্লীতে বিজেপি বিরোধী নেতাদের নিয়ে বৈঠক করতে চান তিনি। এদিন একুশের মঞ্চ থেকেও এই ইঙ্গিত দিলেন যে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের রণকৌশল এখন থেকে ঠিক করতেই চলতি মাসে বিরোধী নেতাদের সঙ্গে দিল্লীতে বৈঠকে বসতে পারেন তিনি। মমতা বলেন, আমি সামনের সপ্তাহে দিল্লী যাব। এখন সংসদের অধিবেশন চলছে। সবার সঙ্গে দেখা হবে। গুরুত্বপূর্ণ বিরোধী দলনেতাদের সঙ্গে দেখা করব। শরদজি থাকলে দেখা হবে। চিদম্বরমজির সঙ্গে দেখা হবে।