হ্যামট্রিংয়ের চোটকে উপেক্ষা করে প্রশিক্ষক রাহুল দ্রাবিড়কে প্রথম ট্রফি এনে দিলেন দীপক চাহার। আরও একটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। চাহারের ব্যাটিং বিক্রমে শেষ হাসিটা হাসল ভারতই। প্রথমে বল হাতে ৫০ রানে ২ উইকেট, পরে দলের প্রয়োজন অনুযায়ী ৮২ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংস। একা হাতে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে দলকে এক ম্যাচ বাকি থাকতে একদিনের সিরিজ জেতালেন তিনি। বলাই বাহুল্য যে ম্যাচের সেরা তিনি। শিখর ধবন, পৃথ্বী শদের ব্যর্থতার পর বেশ নাটকীয় ভাবেই ম্যাচ ঘুরিয়ে দিলেন চাহার।
মঙ্গলবার টসে জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। দুই ওপেনার আভিস্কা ফার্নান্দো ও মিনোদ ভানুকা বেশ ভাল ভাবেই সামলাচ্ছিলেন। ৪২ বলে ৬টি বাউন্ডারি হাঁকিয়ে ৩৬ রান করেন ভানুকা। অর্ধ শতরান করে ভুবির বলে সাজঘরে ফেরেন ফার্নান্দো। কিন্তু এরপরেই ধস নামল মিডল অর্ডারে। আশালঙ্কা ছাড়া আর কেউই টিকতে পারেননি ক্রিজে।
যুজবেন্দ্র চহাল ৫০ রানে ৩ উইকেট নেন। দু’টি করে উইকেট নেন ভুবি ও দীপক চাহার। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৫ রানে থেমে যায় শ্রীলঙ্কা।
১৩ রানেই আউট হন পৃথ্বী শ। ২৯ রান করে ধবন ফেরেন। এরপর মণীশ পাণ্ডে, সূর্যকুমার যাদব, ক্রুণাল পান্ড্য লড়লেও একটা সময় ১৯৩ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। কিন্তু তফাৎ গড়ল অষ্টম উইকেটের জুটি। বোলিংয়ের পর ব্যাট হাতেও দলকে বাঁচালেন চাহার ও ভুবি। আর এই জয়ের ফলে ২৩ জুলাইয়ের ম্যাচ নিয়ম রক্ষার হয়ে গেল। রাহুল দ্রাবিড়ের ছেলেরা এবার শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করতে পারে কিনা সেটাই দেখার।