এবারের ২১ জুলাই পালনে ত্রিপুরাকে আলাদা গুরুত্ব দিয়েছে তৃণমূল। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বিপ্লব দেবের রাজ্যে প্রভাব বিস্তারের মাধ্যমেই নিজেদের জাতীয় স্তরে প্রসারিত করার লক্ষ্যমাত্রা নিয়েছে দল। তবে এদিন সেখানে শহীদ দিবস পালন করতে যাওয়া তৃণমূল কর্মীদের আটক করা হয়েছে। আর তার প্রতিবাদেই এবার গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন টুইটে অভিষেক জানিয়ে দেন যে বিজেপির ভয়ে তৃণমূল পিছু হটবে না।
প্রসঙ্গত, ১৪৪ ধারা ভঙ্গ করা হয়েছে, এই অভিযোগে এদিন ত্রিপুরায় তৃণমূল কর্মীদের আটক করা হয়েছে। আর তারপরই অভিষেক টুইট করে লেখেন, ‘বিজেপি শাসিত রাজ্যে তৃণমূল কর্মীদের উপর আক্রমণের কড়া ভাষায় নিন্দা জানাচ্ছি আমরা। আমরা এই সব ভয় দেখানোতে পিছু হটব না। শহীদ দিবসে আবার মনে করাতে চাই যে তৃণমূল অত্যাচারীদের বিরুদ্ধে লড়াইতে পিছু হটবে না। তা সে যাই হয়ে যাক।’
উল্লেখ্য, এর আগে ত্রিপুরায় তৃণমূলকে জায়ান্ট স্ক্রিন সরবরাহ করতে বাধা দেওয়া হয়। ঘটনার সূত্রপাত মঙ্গলবার দুপুরে। কোভিড বিধি মেনে ৫০ জনের জমায়েত করেই তৃণমূল নেত্রীর ভাষণ শোনানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল ত্রিপুরার রাজধানী আগরতলায়। কিন্তু তৃণমূলের কর্মসূচীর জন্য জায়ান্ট স্ক্রিন সরবরাহ করতে অস্বীকার করে জায়ান্ট স্ক্রিন অ্যাসোসিয়েশন। জেলাশাসকের লিখিত অনুমতি না পেলে জায়ান্ট স্ক্রিন দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়। এরপর জেলাশাসকের দ্বারস্থ হলে তৃণমূলের আবেদন খারিজ করে দেন বিপ্লব রাজ্যের সরকারি আধিকারিক।