একুশের ভোটযুদ্ধে বিজেপিকে রুখে দিয়ে রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছে তৃণমূল। এবার তাদের পাখির চোখ ২০২৪-এর লোকসভা নির্বাচন। আর সে দিকে নজর রেখেই ‘মেকওভার’ শুরু হয়ে গিয়েছে দলে। এবার যেমন ‘মেকওভার’ হতে চলেছে দলের দৈনিক মুখপত্রের। ২১ জুলাই থেকে তৃণমূলের দলীয় মুখপত্র ‘জাগো বাংলা’ সাপ্তাহিক থেকে দৈনিক সংবাদপত্রে রূপান্তরিত হচ্ছে। আগামী বুধবার দুপুরে কালীঘাটে তৃণমূলের ২১ জুলাই অনুষ্ঠানের মঞ্চ থেকে তার লোগো উদ্বোধন করবেন তৃণমূলনেত্রী। একইসঙ্গে সামনে আসবে নতুন সংস্করণের প্রথম দিনের ই-পেপার। কবে থেকে দৈনিক হিসাবে তা ছেপে বেরোবে, আগামীকাল তারও ঘোষণা করবেন তৃণমূল নেত্রী।
প্রসঙ্গত, দলের মুখপত্রের দৈনিক সংস্করণ শুরু করার কথা আগেই ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর রথযাত্রার দিনে ‘জাগো বাংলা’র ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় খোদ তৃণমূল নেত্রী জানান, ‘জাগো বাংলা আমাদের খুব প্রিয় একটি পত্রিকা। তৃণমূলের প্রতিষ্ঠার সময় থেকেই এই প্রত্রিকা আমরা নিজেরা চালিয়ে আসছি। আপাতত কোভিড পরিস্থিতির জন্য এটা সাপ্তাহিক হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু ২১ জুলাই থেকে প্রতিদিনই এটা দেখতে পাবেন ‘জাগো বাংলা’ পেজে। আপাতত এটা ডিজিটাল-ই চলবে। কিন্তু আস্তে আস্তে এটা দৈনন্দিন পত্রিকা হিসেবে সকলের কাছে পৌঁছে যাবে।’
উল্লেখ্য, ২০০৪ সালে সাপ্তাহিক জাগো বাংলার প্রকাশ শুরু হয়। প্রথমে এই মুখপত্রের সম্পাদক ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। বর্তমানে তার সম্পাদক পার্থ চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, রাজধানী দিল্লী হবে এই তৃণমূলের মুখপত্রের ‘ফোকাস’। পাঠক হিসাবে টার্গেট করা হবে গোটা দেশ তথা বিশ্বের বাঙালিদের। এ রাজ্যের পাশাপাশি থাকবে জেলার খবর, দলের প্রতিদিনের কর্মসূচি এবং তা নিয়ে খবর, প্রবন্ধ, দলের সাংসদ-বিধায়কদের লেখা। প্রতিদিন আলাদা আলাদা বিষয় নিয়ে থাকবে ফিচার পাতা। শনি ও রবিবার বিশেষ ক্রোড়পত্র। খেলার পাতাকে আলাদা গুরুত্ব দেওয়া হবে। থাকবে দলের স্লোগান।