এবারে যেন শাপে বর হল পরীক্ষার্থীদের। কোভিড পরিস্থিতিতে অনলাইনে হওয়া পরীক্ষায় ঝুড়ি ঝুড়ি নম্বর পেল প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী। যা মাধ্যমিকের ইতিহাসে আলাদা করে নজর কাড়ছে। পর্ষদ সূত্রের খবর, প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী এবছর মাধ্যমিকে ৬০% উপরেই নম্বর পেয়েছে। ৯০ থেকে ১০০ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে ৪২৮৫৫ জন পরীক্ষার্থী। ৮০ থেকে ৮৯ শতাংশ এর মধ্যে নম্বর পেয়েছে ১১৯০৬৬ জন। ৬০ থেকে ৭৯ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে ৮১০৫৫৯ জন। পরিসংখ্যান দেখে বোঝা যাচ্ছে প্রায় দশ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিকে ৬০ শতাংশের উপর নম্বর পেয়েছে। এবারের মাধ্যমিক-এর পাশের হার ১০০%। নবম শ্রেণীর নম্বর এবং দশম শ্রেণীর ইন্টার্নাল ফর্মতিভ এভালুয়েশন এই দুটির অনুপাত এই এবারের মাধ্যমিকের নম্বর দেওয়া হয়েছে ছাত্র-ছাত্রীদের। তার জন্যই এত সংখ্যক ছাত্রছাত্রী ৬০ শতাংশের উপরে নম্বর পেয়েছে বলেই দাবি পর্ষদের আধিকারিকদের।
মঙ্গলবার পর্ষদ সভাপতি জানিয়েছেন “এবছরের সর্বোচ্চ নম্বর ৬৯৭।৭৯ জন পরীক্ষার্থী এই নম্বর পেয়েছেন।” পর্ষদ সূত্রে খবর ৪৫ থেকে ৫৯ শতাংশ এর মধ্যে নম্বর পেয়েছে ৯৪ হাজার ২৫৭ জন পরীক্ষার্থী।৩৫ থেকে ৪৪ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে ৯৭৩৫ জন পরীক্ষার্থী। ২৫ থেকে ৩৪ শতাংশ এর মধ্যে নম্বর পেয়েছে ৩২৭৭ জন পরীক্ষার্থী। পর্ষদ সভাপতি আরও জানান যে, যে সমস্ত মেধাবী ছাত্র ছাত্রীরা এই ফল প্রকাশের সন্তুষ্ট হবে না, তারা চাইলে ফের বসতে পারে পরীক্ষায়। সেক্ষেত্রে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই পরীক্ষা নেওয়া সম্ভব হবে। তবে সে ক্ষেত্রে ওই পরীক্ষার নম্বরকেই চূড়ান্ত নম্বর বলে ঘোষণা করা হবে।