রবিবার থেকেই কেন্দ্রের তরফে ফোনে আড়িপাতা বিতর্ক নিয়ে তোলপাড় গোটা দেশ। এবার নতুন করে শোরগোল ফেলে দিল এক নয়া রিপোর্ট। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনেও আড়িপাতা হয় বলে জানাচ্ছে ওই নতুন রিপোর্ট। তাতে এমনও দাবি করা হয়েছে যে বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভোট কৌশলি প্রশান্ত কিশোর এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ফোনও আড়িপাতা থেকে রেহাই পাননি।
সর্বভারতীয় সংবাদ সংস্থা ‘দ্য ওয়্যার’ দাবি করেছে, অভিষেকের ব্যক্তিগত সচিবের ফোনেও আড়িপাতা হয়েছিল। মনে করা হচ্ছে, এই তালিকায় প্রশান্ত কিশোরের ঘনিষ্ঠ কয়েকজনের নামও থাকতে পারে। মনে করা হচ্ছে, বিধানসভা নির্বাচনের সময় তৃণমূলের ভোট কৌশলির হয়ে যাঁরা কাজ করেছিলেন, তাঁদের অনেকের ফোন নম্বরই ওই তালিকায় রয়েছে। শুধু তাই নয়, নতুন রিপোর্টে দাবি করা হয়েছে রাহুল গান্ধীর ফোনেও আড়ি পাতা হয়। আড়ি পাতা হয়েছিল রাহুলের কিছু ঘনিষ্ঠ বন্ধুর ফোনেও।