বাংলার মাটিতে ফের বিনিয়োগ করবে টাটা! শিল্পমন্ত্রী পার্থ চট্টোরাধ্যায়ের মন্তব্যে তেমন ইঙ্গিতই মিলল। রাজ্যে বড় বিনিয়োগের জন্য টাটার সঙ্গে আলোচনা চলছে বলে সংবাদসংস্থাকে জানিয়েছেন শিল্পমন্ত্রী।
এই প্রসঙ্গে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, ‘টাটাদের সঙ্গে আমাদের কখনই শত্রুতা ছিল না। ওদের বিরুদ্ধে আমরা লড়াই করিনি। দেশের অন্যতম সেরা ও বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান ওরা। টাটাকে দোষ দিয়ে লাভ নেই’। সিঙ্গুর আন্দোলনের প্রসঙ্গ টেনে পার্থ আরও বলেছেন, ‘বাম সরকারের সঙ্গে সমস্যা ছিল। জোর করে জমি অধিগ্রহণের নীতি নেওয়া হয়েছিল। বাংলায় বিনিয়োগ করতে টাটার জন্য বরাবর দরজা খোলা রয়েছে। ওদের স্বাগত’।
কলকাতায় আরও একটি টাটা সেন্টার তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে। এই প্রসঙ্গে পার্থ জানান, ‘টাটা মেটালিকস, টাটা সেন্টার, টিসিএস রয়েছে। কিন্তু, যদি ওরা অন্যান্য সেক্টরে বড় বিনিয়োগ করতে চায়, তাহলে কোনও সমস্যা নেই। আমাদের আইটিসচিব সম্প্রতি জানিয়েছেন, টাটা সেন্টার তৈরির ব্যপারে ওরা আগ্রহী’।