বাংলা-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানী ও পেট্রোপণ্যের দাম। যার ফলে নাভিশ্বাস উঠছে আমজনতার। এবার এ নিয়েই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আঁটঘাট বেঁধে মাঠে নেমেছে রাজ্যের শাসক দল। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তাদের প্রতিবাদ কর্মসূচীকে রাজ্যের গণ্ডি ছাড়িয়ে জাতীয় স্তরে নিয়ে যাচ্ছে তৃণমূল। এই জ্বালানির অস্বাভাবিক দামের প্রতিবাদে আজ সংসদের বাদল অধিবেশনে সাইকেল চালিয়ে উপস্থিত হয়েছেন তৃণমূল সাংসদরা। এবার এ নিয়ে সোচ্চার হলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।
এদিন টুইটে মমতা মন্ত্রিসভার বর্ষিয়ান মন্ত্রী লিখেছেন, ‘ভারত সরকারের এই নীতি চমকে দেওয়ার মতো। ২০২০-২১ সালে কেন্দ্রের মোদী সরকার তেল এবং পেট্রোপণ্য থেকে ৩.৭ লক্ষ কোটি টাকা আদায় করেছে। সাধারণ মানুষকে একেবারে পথে বসিয়ে মাত্র ২ মাসের মধ্যে পেট্রোল আর ডিজেলের দাম বেড়েছে ৩৬ বার। গত ১৪ মাসে রান্নার গ্যাসের দাম ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে গরীব মানুষের ভর্তুকিও কেটে নেওয়া হয়েছে। এটা সত্যিই অমানবিক।’