কোভিডের টিকার জন্য লম্বা লাইন পড়ছে কলকাতা ও শহরতলিতে। এবার সেসব খতিয়ে দেখতে আচমকাই ভবানীপুরের একটি টিকাকেন্দ্রে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার নবান্নে যাওয়ার সময় হঠাৎই কালীঘাটের একটি টিকাকেন্দ্রে হাজির হন মুখ্যমন্ত্রী। ঘুরে দেখেন স্বাস্থ্যকেন্দ্র। কথা বলেন আধিকারিকদের সঙ্গেও। কীভাবে টিকা দেওয়ার গোটা প্রক্রিয়া চলছে তাও জানতে চান তিনি।
কালীঘাটের ওই টিকাকেন্দ্রের বাইরে লম্বা লাইন পড়েছিল। লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহকদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। জানতে চান তাঁদের সুবিধা-অসুবিধার কথা। দলীয় সূত্রে খবর, এবার থেকে কোভিড টিকাকেন্দ্রে মাঝেমধ্যেই হাজির হবেন মুখ্যমন্ত্রী।
তৃতীয়বার শপথ নিয়েই কলকাতার সরকারি হাসপাতাল পরিদর্শনে হঠাৎই হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও বাজার তো কখনও আবার জনবহুল এলাকায় কোভিডবিধি মানা হচ্ছে কিনা তা দেখতে হঠাৎ-হঠাৎ হাজির হন তিনি। এবার টিকাকেন্দ্রে গেলেন সারপ্রাইজ ভিজিটে।