অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন নভজ্যোত সিং সিধু। মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং এবং কয়েকজন দলীয় সাংসদের আপত্তি সত্ত্বেও সিধুকে পাঞ্জাব কংগ্রেসের মাথায় বসালেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তবে সিধুর সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে চারজন কার্যনির্বাহী সভাপতিকেও। যারা কিনা মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং শিবিরের লোক। এই চারজন কার্যনির্বাহী সভাপতি হলেন সগন্ত সিং গিলজিয়ান, সুখবিন্দর সিং ড্যানি, পবন গোয়েল এবং কুলজিত সিং নাগরা।
প্রসঙ্গত, দলে সিধুর এই বিরাট উত্তরণ নিয়ে গত কয়েকদিন ধরেই টানাপোড়েন চলছিল পাঞ্জাব কংগ্রেসের অন্দরে। মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং সিধুর এই উত্তরণ মানতে পারছিলেন না। হাইকম্যান্ডের কাছে সিধুর আচরণ নিয়ে নালিশও জানিয়েছিলেন। উলটো দিকে সিধু গত কয়েকদিনে শুধু শক্তি সঞ্চয় করে গিয়েছেন। রাতবিরেতেই ৩০ জন দলীয় বিধায়কের সঙ্গে বৈঠক করে রীতিমতো চমকে দিয়েছিলেন তিনি। বুঝিয়ে দিয়েছিলেন তাঁকে দুর্বল ভাবলে ভুল হবে। তারপরই রবিবার রাতে পাঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি পদে সিধুর নাম ঘোষণা করা হল।