৫০০ জনের বেশি বিটেক পাশ। প্রায় ২০০ জন্য এমটেক পাশ। এবং এমবিএ ডিগ্রাধারী ৫০০ জন। কিন্তু চাকরি নেই কারও। তাই বাধ্য হয়ে এবার আঙ্গনওয়াড়ির কর্মী পদে চাকরি পেতে আবেদন করলেন যোগীরাজ্যের এই সকল যুবতী। আঙ্গনওয়াড়ির কর্মীর পদে আবেদন করার ন্যূনতম শিক্ষাকত যোগ্যতা দশম শ্রেণী পাশ। আবেদনের সময়সীমা শেষ হওয়ার পর যখন আবেদন পত্র স্ক্রুটিনি করা হয়। তখনই দেখা যায় যে আবেদনকারীদের মধ্যে অনেকেই উচ্চশিক্ষিত।
জানা গিয়েছে, সবমিলিয়ে উত্তরপ্রদেশে মোট ১৮ হাজার জন আঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে আবেদন জানিয়েছেন। আঙ্গনওয়াড়ির কর্মীরা মাসে ৫৫০০ টাকা পান। জানা গিয়েছে এই পদের জন্যেই স্নাতক এবং স্নাতকোত্তর বহু যুবতী আবেদন জানিয়েছেন। প্রায় কয়েক হাজার উচ্চশিক্ষিত আবেদন জানিয়েছে বলে জানা গিয়েছে ‘লাইভ হিন্দুস্তান’-এর রিপোর্ট মারফত। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। কারণ আগামী বেশ কয়েকদিন রেজিস্টার্ড ডাকযোগে আরও বেশ কয়েকটি আবেদনপদ্র এসে পৌঁছবে।