সিরাম-কর্তা আদর পুনাওয়ালা কিছু দিন আগেই জানিয়েছিলেন, সমস্যা দ্রুত মিটে যাবে। কিন্তু শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর টিকা নিয়ন্ত্রক সংস্থা ‘ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি’ (ইএমএ) টুইটারে জানিয়েছে, করোনা টিকা কোভিশিল্ড প্রস্তুতকারী ভারতীয় সংস্থা ‘সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া’-র তরফে এখনও পর্যন্ত ছাড়পত্রের কোনও আবেদন পায়নি ইইউ।
ইউরোপীয় ইউনিয়নের অন্তর্বর্তী দেশগুলিতে প্রবেশের জন্য যে টিকাগুলিকে ছাড়পত্র দেওয়া হয়েছে তার মধ্যে কোভিশিল্ড নেই। ইএমএ-র টুইটারে লেখা হয়েছে, ‘ইউরোপীয় ইউনিয়নের অনুমোদনের জন্য টিকা প্রস্তুতকারী সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে বাণিজ্যিক ছাড়পত্রের আবেদন জানাতে হয়। এ ক্ষেত্রে এখনও পর্যন্ত তা জমা দেওয়া হয়নি’।
ইইউ এই পর্যন্ত ছাড়পত্র দিয়েছে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসন-এর কোভিড প্রতিষেধককে। এ বাদ দিয়েও জার্মানির ‘কিওরভ্যাক’ এবং রাশিয়ার ‘স্পুটনিক ভি’, চিনের ‘সিনোভ্যাক’ নিয়ে আলোচনা চলছে। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও টিকাপ্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকাই কোভিশিল্ড নামে তৈরি করেছে ভারতের সিরাম ইনস্টিটিউট। কিন্তু ইইউ অ্যাস্ট্রাজেনেকার টিকাকে ছাড়পত্র দিলেও কোভিশিল্ডকে না দেওয়ায় নানা প্রশ্ন উঠেছে।