বিধানসভার স্ট্যান্ডিং কমিটিতে রদবদল। যে ৮টি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকে বিজেপি বিধায়করা ইস্তফা দিয়েছিলেন, সেখানেই এবার আনা হল তৃণমূল বিধায়কদের। শুক্রবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিষদীয় দলনেতা পার্থ চট্টোপাধ্যায় নতুন চেয়ারম্যানদের নাম ঘোষণা করেন। যেখানে দেখা যায় বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে মদন মিত্রকে। কামারহাটির বিধায়ক ছাড়া আর কারা কারা জায়গা পেলেন স্ট্যান্ডিং কমিটিতে?
জানা গিয়েছে, বিজেপি বিধায়ক মনোজ টিগ্গার জায়গায় শ্রম বিষয় কমিটির চেয়ারম্যান পদে আনা হয়েছে মদন মিত্রকে। এদিকে, মিহির গোস্বামীর জায়গায় আনা হয়েছে সুদীপ্ত রায়কে। অশোক কীর্তনিয়ার জায়গায় আনা হয়েছে তৃণমূল বিধায়ক পান্নালাল হালদারকে। নিখল রঞ্জন দের জায়গায় আনা হয়েছে রুকবানুর রহমান এবং নন্দময় বর্মনের জায়গায় এসেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে। পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, আগামী ২৬-৩০ জুলাই বিধানসভায় বসবে নতুন কমিটির বৈঠক। যদিও এদিন পিএসি চেয়ারম্যান হিসেবে আলাদা করে মুকুল রায়ের নাম আনেনি পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, অধ্যক্ষ যা মনে করেছেন সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছেন। বিচারাধীন বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি।
এদিকে, পিছিয়ে গেল মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ মামলার শুনানি। আগামী ৩০ জুলাই মামলার শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন বিধানসভার স্পিকার। এই মর্মে এবার আইনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার বিধানসভায় তিনি বলেন, ‘আমাদের কাছে সমস্ত তথ্যপ্রমান রয়েছে। অবিলম্বে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করতে হবে। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের মামলার দ্রুত নিষ্পত্তি চাই।’