শহীদ দিবসে তৃণমূল সুপ্রিমোর ভাষণের সরাসরি সম্প্রচার হবে রাজধানী দিল্লিতে। ত্রিপুরা, মণিপুরেও বসছে জায়ান্ট স্ক্রিন। পাঞ্জাবেও প্রস্তুতি চলছে। এসবের মধ্যেই দক্ষিন ভারত থেকে এল তাৎপর্যপূর্ণ খবর। তৃণমূল নেত্রীর ছবি দিয়ে তামিলনাড়ুর দেওয়ালে পোস্টার পড়ল ‘মমতা আম্মা’র নামে। তামিল ভাষাতেই হয়েছে সেই দেওয়াল লিখন।
‘আম্মা’ অর্থাৎ মা। তামিল রাজনীতিতে অতি পরিচিত শব্দ। এআইএডিএমকে সুপ্রিমো জয়ললিতাকে ‘আম্মা’ নামেই ডাকতেন তাঁর অনুগামীরা। কিন্তু তাঁর মৃত্যু পরই দলে শুরু হয় গোষ্ঠীকোন্দল। শশীকলা, পনির সেলভম, পালানিস্বামীর লড়াইয়ে কার্যত নাজেহাল অবস্থা এআইএডিএমকে-র। ক্ষমতা থেকেও সরতে হয়েছে তাদের। এবার সেই তামিলভূমেই নতুন ‘আম্মা’ হিসেবে আত্মপ্রকাশ ঘটল মমতার।
স্প্রে রঙ দিয়ে যেভাবে গ্রাফিত্তি আঁকা হয়, সেভাবেই ‘মমতা আম্মা’র নামে দেওয়াল লিখন হয়েছে তামিলনাড়ুতে। ২১ জুলাইয়ের শহীদ দিবসকে সামনে রেখে এটা যে মিশন ২০২৪-এর লক্ষ্যপূরনের ওয়ার্মআপ সেটা স্পষ্ট। ২০১৯ লোকসভা ভোটের আগেও মমতাকে ‘মা’ বলে প্রচার করা হয়েছিল বাংলাতেই। শহরে বড় বড় পোস্টারও পড়েছিল।
তবে তামিলনাড়ুতেও তৃণমূল পরিচিত নাম। কীভাবে? বর্ষীয়ান নেতা জিকে মুপানার কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে গড়েছিলেন তামিল মানিলা কংগ্রেস। এই দলকে অনেকেই তৃণমূল হিসেবেই চেনেন, তবে তামিল রাজনীতিতে তারা বিশেষ ছাপ ফেলতে পারেনি। উল্লেখ্য, এর আগে দক্ষিণ ভারতের কেরলে নির্বাচনে লড়েছে তৃণমূল। সেবার তাদের প্রতীক ছিল ফুলকপি।