পুজোর আগেই রাজ্যের উচ্চ প্রাথমিকে নিয়োগ করা হবে ১৪,৫০০ শিক্ষক। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ৩১ জুলাইয়ের মধ্যে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তাই ঝড়ের গতিতে চলছে কাজ। এবার যেমন আরও একধাপ এগোল রাজ্যে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। ১৯ জুলাই, সোমবার থেকে কাউন্সেলিং শুরু হবে। করোনা আবহে এবার তা হবে সম্পূর্ণ অনলাইনে। শুক্রবার এমনই ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কোথায় কীভাবে অনলাইন কাউন্সেলিংয়ের জন্য যোগাযোগ করতে হবে, তার বিস্তারিতও জানিয়েছেন তিনি।
এর পাশাপাশি, স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আরও বিস্তারিত তথ্য মিলবে। এদিন শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী অতি দ্রুত নিয়োগ প্রক্রিয়া চালু হয়ে যাওয়ায় খুশি ভাবী শিক্ষকরা। করোনা পরিস্থিতিতে ভিড় করে ইন্টারভিউ নেওয়া ঝুঁকিপূর্ণ। তাই অনেক আলাপ-আলোচনার পর এবার অনলাইনেই ইন্টারভিউ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর। সেটাই শুরু হবে ১৯ জুলাই থেকে। ইন্টারভিউ তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁরা সকলেই অনলাইনের মাধ্যমে ইন্টারভিউ দিতে পারবেন। কোথাও যেতে হবে না।