বাংলা-সহ ৫ রাজ্যের নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই শুরু হয়েছে জ্বালানির চোখরাঙানি, পেট্রোল-ডিজেলের দাম বাড়ানোর বহর। মাঝে দু’দিনের বিরতির পর বৃহস্পতিবার ফের বাড়ল জ্বালানির দাম। লিটারপ্রতি ৩৯ পয়সা বেড়ে আজ কলকাতায় পেট্রোলের দাম ১০১ টাকা ৭৪ পয়সা। বেড়েছে ডিজেলের দামও। লিটার প্রতি ২১ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের নতুন দাম হয়েছে ৯৩.০২ টাকা। লাগামছাড়া পেট্রোলের দামে মাথায় হাত মধ্যবিত্তের।
আজ রাজধানী দিল্লীতে পেট্রোলের দাম লিটার প্রতি ৩৫ পয়সা বেড়ে হয়েছে ১০১.৫৪ টাকা। এবং ডিজেলের দাম লিটার প্রতি ৮৯.৮৭ টাকা৷ বাণিজ্যনগরী মুম্বইতে এদিন পেট্রোল বিকচ্ছে লিটার প্রতি ১০৭.৫৪ টাকা এবং ডিজেল বিকচ্ছে ৯৭.৪৫ টাকায়। চেন্নাইতে পেট্রোলের লিটার প্রতি দাম ১০২.২৩ টাকা এবং ডিজেলের দাম ৯৪.৩৯ টাকা। ভোপালে পেট্রোলের দাম ১০৯.৮৯ টাকা, ডিজেল ৯৮.৬৭ টাকা৷ জয়পুরে পেট্রোল ১০৮.৪০ টাকা, ডিজেল ৯৯.০২ টাকা৷ বেঙ্গালুরুতে পেট্রোলের দাম আজ বৃহস্পতিবার লিটার প্রতি ১০৪.৯৪ টাকা এবং ডিজেল ৯৫.২৬ টাকা। পাটনায় পেট্রোলের দাম লিটার প্রতি ১০৩.৯১ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৯৫.৫১ টাকা।