রাজ্যে বিধি নিষেধের মেয়াদ বাড়ল ৩০ জুলাই পর্যন্ত। স্টাফ স্পেশাল ট্রেন ছাড়া এই দফাতেও লোকাল ট্রেন চালু হচ্ছে না। তবে ছাড় দেওয়া হয়েছে মেট্রোকে। শনি-রবি বাদে ৫০ শতাংশ যাত্রী নিয়ে সপ্তাহে ৫ দিন চালু থাকবে পাতাল রেল। বুধবার বিকেলে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই খবর জানাল নবান্ন।
মার্চ মাস থেকেই রাজ্যে ঊর্ধ্বমুখী ছিল করোনার গ্রাফ। মে মাসে ক্ষমতায় ফেরার পরে সংক্রমণে লাগাম পরাতে রাজ্যে কড়া বিধিনিষেধ জারি করে রাজ্য সরকার। তারপর থেকেই কমবেশি ১৫দিন অন্তর জারি হচ্ছে নয়া নির্দেশিকা। তাতেই ১৫ জুলাই পর্যন্ত যে বিধি-নিষেধ জারি ছিল, তার মেয়াদ বাড়ানো হল ৩০ জুলাই পর্যন্ত।
নয়া নির্দেশিকায় জানানো হয়েছে, আপাতত খুলছে না সিনেমা হল বা সুইমিং পুল। শুধুমাত্র জাতীয় বা আন্তর্জাতিক স্তরের সাঁতারুরা সকাল ৬ টা থেকে ১০ টার মধ্যে সুইমিং পুল ব্যবহার করতে পারবেন প্র্যাকটিসের জন্য। কোনও ধরনের রাজনৈতিক, সাংস্কৃতিক, সামজিক জমায়েত চলবে না। বিয়েবাড়িতে ৫০ শতাংশের বেশি থাকতে পারবেন না। ২০ জনকে নিয়ে করতে হবে শেষকৃত্যের অনুষ্ঠান।
পাশাপশি জানানো হয়েছে, ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে বাস, ট্যাক্সি, অটো, ট্রাম, নৌকার মতো যানবাহন। প্রতিনিয়ত সব যানবাহন স্যানিটাইজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে রাজ্যের মধ্যে চলবে না লোকাল ট্রেন। শুধুমাত্র স্টাফ স্পেশাল ট্রেন চলার ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়েছে। মেট্রোর ক্ষেত্রে কিছুটা ছাড় মিলেছে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে পাঁচ দিন চলবে মেট্রো রেল। শনি ও রবিবার বন্ধ থাকবে পরিষেবা। সব যাত্রী ও চালকের ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক।