এবার দিল্লিতেও পালিত হবে তৃণমূলের ‘শহীদ দিবস’। রাজধানীতে তৃণমূলের কার্যালয়ে লাগানো হচ্ছে এলইডি স্ক্রিন। সেখানে তৃণমূল সুপ্রিমোর ভাষণ দেখানো হবে সরাসরি। তবে শুধু দিল্লিই নয়, উত্তর প্রদেশ, আসাম, মণিপুরের মতো রাজ্যগুলিতেও শহীদ দিবস পালনের পরিকল্পনা রয়েছে তৃণমূলের।
বাংলায় বিজেপিকে পর্যদুস্ত করার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ এখন দিল্লি। রাজধানীর বুকে পা রাখতে তাই ২১ জুলাইকেই বেছে নিলেন তৃণমূল নেত্রী। করোনা আবহে মঞ্চ বেঁধে নয়, ভার্চুয়ালি শহীদ দিবস পালনের ঘোষণা আগেই করেছিলেন তৃণমূলনেত্রী। মঙ্গলবার তৃণমূলের তরফে টুইটারে একটি ভিডিও পোস্ট করেও একই বার্তা দেওয়া হয়। যেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, করোনার কাঁটা এখনও দূর হয়নি। তাই সতর্ক থাকতে হবে। ভার্চুয়ালিই প্রতিটি ব্লকে ২১ জুলাই পালিত হবে। তবে দিল্লীতে তৃণমূল সুপ্রিমোর ভারচুয়াল উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূরণ বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। এতে বৃহত্তর রাজনৈতিক লক্ষ্যপূরণের ইঙ্গিতও রয়েছে বলেই মনে করা হচ্ছে।
এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, ‘করোনার কারণে এবার শহীদ দিবস ভার্চুয়ালি পালন করা হচ্ছে। তাই দেশের যেখানে যেখানে তৃণমূলের সদস্য-সমর্থক রয়েছেন, সেখানেই তৃণমূল নেত্রীর ভাষণ শোনা যাবে। দিল্লিতে তৃণমূলের দফতরেও পালিত হবে ২১ জুলাই’।
আগামী ১৯ জুলাই থেকে সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে। ফলে লোকসভা ও রাজ্যসভার বেশ কয়েকজন তৃণমূল সাংসদ দিল্লিতেই থাকবেন। সুখেন্দু শেখরের কথায়, ‘তাই দিল্লির তৃণমূল দপ্তরে একটি এলইডি স্ক্রিন লাগানোর পরিকল্পনা রয়েছে। তাঁরাও যাতে শহীদ দিবসে শামিল হতে পারেন, সেই কারণেই এই পরিকল্পনা’।