সোমবার, সপ্তাহের শুরুতেই রেকর্ড হাঁকিয়েছে পেট্রোলের দাম। মঙ্গলবারও সেই দাম কিছুই কমেনি। গতকাল ডিজেলের দাম কিছুটা কমলেও আজ সেই দামেরও কোনও পরিবর্তন হয়নি। পেট্রোল-ডিজেলের আকাশছোঁয়া মূল্য হওয়ায় স্বাভাবিকভাবেই নাভিশ্বাস উঠেছে নাগরিকদের। কলকাতা-দিল্লীর মতো দেশের মেট্রো শহরগুলিতে পেট্রোল-ডিজেলের দামে মাথায় হাত পড়েছে।
কলকাতায় সোমবার নতুন রেকর্ড করে পেট্রোল ১০১ টাকা দামে পৌঁছেছিল। আজও সেই দাম অপরিবর্তিত আছে৷ মঙ্গলবার লিটার পিছু পেট্রোলের দাম ১০১ টাকা ৩৬ পয়সা। লিটার পিছু ডিজেল দাম ৯২ টাকা ৮১পয়সা। ক্রমশই পেট্রোপণ্যের দাম বাড়ায় তৃণমূলের তরফ থেকে রাজ্য জুড়ে নানা জায়গায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছিল। তবে দাম কমার কোনো লক্ষণ নেই।
রাজধানী দিল্লীতে অনেক আগেই সেঞ্চুরি পার করেছিল পেট্রোল। লিটার পিছু দাম ছিল ১০১ টাকা ১৯ পয়সা। আজও দামের অপরিবর্তিত হয়নি। লিটার পিছু ডিজেলের দাম সোমবার ৮৯ টাকা ৭২ পয়সা ছিল। সেই দামেও কোনওরকম হের ফের হয়নি। দিল্লীর মতই মুম্বইয়েও অনেক আগে সেঞ্চুরি পার করেছিল পেট্রোল। সেঞ্চুরি এখনও বর্তমান৷ মেট্রো শহর গুলির মধ্যে মুম্বইয়ে পেট্রোলের দাম সব চেয়ে বেশি৷ লিটার পিছু পেট্রোলের দাম ১০৭ টাকা ২০ পয়সা। লিটার প্রতি ডিজেলের দাম ৯৭ টাকা ২৯পয়সা।