পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি তুলে বঙ্গ রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছেন। তবে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না তাঁর। বিজেপি সাংসদ জন বার্লার বিরুদ্ধে ডুয়ার্সে সরকারি জমি দখলের অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল নেতৃত্ব। এ নিয়ে জেলা প্রশাসনের কাছে নালিশও জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী। আর সেই অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। সূত্রের খবর, ইতিমধ্যেই ভূমি ও ভূমি সংস্কার দফতরকে যাবতীয় অভিযোগ খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। জমির স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, চামুর্চিতে সরকারি জমি দখল করে বহুতল নির্মাণ করা হচ্ছে। আর এই গোটা প্রকল্পের পেছনে রয়েছেন খোদ বার্লা। এ ব্যাপারে জমির নথি ও ভবনের ছবিও জেলা প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে। জেলা তৃণমূল নেতৃত্বের অভিযোগ ওই সরকারি জমিতে প্লট তৈরি করে ২০-২৫ লক্ষ টাকায় বিক্রি করা হচ্ছে। অভিযোগ পাওয়ার পরেই বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে দেখছে জেলা প্রশাসন। জমিটি বর্তমানে কোন পরিস্থিতিতে রয়েছে সেটাই মূলত জানতে চাইছে প্রশাসন। এ ব্যাপারে ভূমি ও ভূমি সংস্কার দফতরকে তৎপর হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।