রাজ্য বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে তৃণমূলের কাছে পরাজিত হতেই ভাঙন শুরু হয়েছে বিজেপি শিবিরে। গেরুয়া শিবিরের অন্দরে আদি ও নব্য নেতাদের যে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, তা একরকম পরিষ্কার। তার ওপরে কেন্দ্রীয় তরফ থেকে সদ্য আগত নেতাদের বেশি গুরুত্ব দেওয়ায় পুরনো নেতাদের মুখে বিজেপি বিরোধী বক্তব্য উঠে আসছে। এর আগে বিজেপির প্রবীণ নেতা তথাগত রায় বিজেপি বিরোধী অনেক মন্তব্য করেন।
রবিবারের এই ভাঙনে বিজেপির অন্তর্দ্বন্দ্ব আরও বেশি স্পষ্ট হয়ে যায়। আজ দক্ষিণ ২৪ পরগনা বিষ্ণুপুর বিধানসভা ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের অন্তর্গত আশুতি ১ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে ২৫০ জন বিজেপি তৃণমূলে যোগদান করেন। এছাড়া দক্ষিণ ২৪ পরগনার পশ্চিমের বিজেপি সহ-সভাপতি পূর্ণিমার নস্করও তৃণমূলে যোগদান করেন।
পূর্ণিমা দেবী তৃণমূলের দলীয় পতাকা গ্রহণ করে বলেন যে, তিনি এতদিন ভুল পথে পরিচালিত হয়েছেন। তৃণমূলের উন্নয়ন দেখে তিনি উদ্বুদ্ধ। তাই তিনি জনসেবা করতে তৃণমূলে যোগদান করলেন। উল্লেখ্য, এদিন ৪০০ জনেরও বেশি বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন। দলীয় কার্যালয় থেকে পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল বিজেপি কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বলেন, মা মাটি মানুষের উন্নয়নে উদ্বুদ্ধ হয়ে সকলে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে।