অবশেষে স্বস্তির নিঃশ্বাস। কাজ হারানো কর্মীদের ফের কাজে ফেরানোর ইঙ্গিত দিলেন রাজ্যের শ্রমমন্ত্রী। শীঘ্রই খুলবে রাজ্যে বন্ধ হওয়া সমস্ত চটকল। ইতিমধ্যে চলতি মাসে বেশিরভাগ বন্ধ হয়ে যাওয়া চটকল খুলে গেছে। আগামী কিছুদিনের মধ্যে সবকটি চটকল খুলে যাবে বলে জানিয়েছেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না। উল্লেখ্য, খুলে যাওয়া চটকলে ২৫ হাজার কর্মী ইতিমধ্যেই কাজ ফিরে পেয়েছে।
গত বছরে আর্থিক কারণ, কাঁচামালের অভাবে, শ্রমিক সমস্যার কারণে ১৮টি চটকল বন্ধ হয়ে যায়। কিন্তু শ্রমমন্ত্রীর তৎপরতায় দ্রুত চটকল মালিকদের সাথে বৈঠকের পর বন্ধ হয়ে যাওয়া চটকলের মধ্যে ৭টি চটকল ইতিমধ্যেই খুলে গেছে। অতিরিক্ত শ্রম কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত জানায়, আজ গোন্দলপাড়া জুট মিল, সোমবার ও মঙ্গলবার ইন্ডিয়া জুটমিল ও হুগলি মিলস কোম্পানি খুলে যাচ্ছে। অর্থাৎ ১৮টির মধ্যে ১০টি কল খুলে যাচ্ছে।
অন্য দিকে, শ্রমমন্ত্রী জানিয়েছে পাট শিল্প রাজ্যের অন্যতম শিল্প। এর সাথে জড়িত কয়েক লক্ষ মানুষের জীবন জীবিকা। বন্ধ চটকল খুলতে মিলের মালিক ও ইউনিয়ন পক্ষের সাথে বৈঠক করে দ্রুত মিল খোলার ব্যবস্থা করেছি। ১০টি মিলের সমস্যার মধ্যেই সমাধান হয়ে গেছে। বাকি গুলি এই মাসের মধ্যে খুলে যাবে। আইজেএমএ-র চেয়ারম্যান রাঘবেন্দ্র গুপ্ত বলেন- একদিকে নতুন পাট আসছে, অন্যদিকে শ্রমমন্ত্রীর মধ্যস্থতায় ফের বন্ধ হয়ে যাওয়া মিল খুলে যাচ্ছে। আশা করা যায় উৎপাদন ভালই হবে।