বিতর্কের শিরোনামে বিজেপি শাসিত আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। একের পর এক মুসলিম বিরোধী মন্তব্য করার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তিনি বলেন আমরা সকলেই কম বেশি হিন্দু। জীবনের একমাত্র রাস্তাই হল হিন্দুত্ব। তার এমন মন্তব্যে একাধিক প্রশ্ন তুলছে বিরোধীরা। একজন মুখ্যমন্ত্রী হয়ে এমন ধর্মবিরোধী মন্তব্য জনরোষের সৃষ্টি করতে পারে মনে করছেন বিরোধীরা।
বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতোই এসময় ‘লাভ জিহাদ’ আইন আসছে, এই ঘোষণা করতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন- ‘হিন্দুত্ব হলো জীবনের একমাত্র পন্থা। আমি বা অন্য কেউ এটি আটকাতে পারবেনা। আমরা সকলেই হিন্দুদের উত্তরসূরী।’ লাভ জিহাদের ঘোষণায় তিনি জানান, নারীদের প্রতি কোনো অন্যায় হলে এই আইন কার্যকর হবে, কোনো বিশেষ ধর্মের জন্য এই আইন তৈরি হয়নি। কিন্তু তার এই কথার বিরোধী সহ সাধারন মানুষ কেউ আশ্বস্ত হয়নি।
বিরোধী AIUDF এর দাবি মুখ্যমন্ত্রী হিন্দুত্ব নিয়ে যা মন্তব্য করেছেন তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে লাভ জিহাদ মুসলিম বিরোধী আইন। একের পর এক বিতর্কিত মন্তব্যে জর্জরিত অসমের মুখমন্ত্রী। কিছুদিন আগেই ‘ দুই সন্তান নীতি’ চালু করার সময় মুখ্যমন্ত্রী সরাসরি মুসলিমদের দিকে আঙুল তুলে বলেন- ‘মুসলিমদের সঠিকভাবে পরিবার পরিকল্পনা করতে হবে’। তিনি আরো বলেন- ‘মুসলিমরা জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে না পারলে কামাখ্যার জমি তারা জবর দখল করে নিতে পারেন’। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।