সেঞ্চুরি হাঁকিয়ে থামছেনা পেট্রোলের দাম। পাল্লা দিয়ে বাড়ছে ডিজেল ও রান্নার গ্যাসের দাম। এই শনিবার এর মত আজও, রবিবার পথে নামছে তৃণমূল কংগ্রেস। বাগুইহাটি চিনা পার্কের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন সৌগত রায়, জ্যোতিপ্রিয় মল্লিক সহ সদ্যনির্বাচিত বিধায়ক অদিতি মুন্সি। প্রত্যেক বারের মতো এবারেও তৃণমূলের অভিনব উপায়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। নৌকায় বসে রান্না করে পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ করবে বলে জানানো হয়।
পেট্রোপণ্যের আকাশছোঁয়া মূল্যের প্রতিবাদে রাস্তায় নামার ডাক দেয় তৃণমূল। সেই ডাক অনুযায়ী শনিবার উত্তরবঙ্গ সহ সমগ্র রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে তৃণমূলের কর্মী বৃন্দরা। তাই শনিবারের মতোই রবিবার রাত অবধি ব্লক স্তরীয় পর্যায়ে চলবে প্রতিবাদ কর্মসূচি। শনিবারের কর্মসূচিতে রাজ্যের মন্ত্রী, বিধায়করা গরুর গাড়ি, সাইকেল চালিয়ে প্রতিবাদ জানায়। এই প্রতিবাদের সমর্থন করে ওয়েস্ট বেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন। সমর্থন জানিয়ে আধঘন্টার জন্য পেট্রল পাম্প বন্ধ রাখার ঘোষণা করেছেন তারা।
সম্প্রতি পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান- বলেন করোনার ভ্যাকসিন এর জন্য ৩৫ হাজার কোটি টাকা ব্যয় হয়। এখন কল্যাণমূলক প্রকল্পের জন্য অর্থ সঞ্চয় করা হচ্ছে। কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে দেশের এই বেহাল অর্থনৈতিক অবস্থাকেও কেন্দ্র সরকার এমন সিদ্ধান্ত নিলে সাধারণ মানুষ না খেতে পেয়ে মারা যাবে। এই সম্পর্কে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন- পেট্রোলিয়াম পণ্যের ওপর থেকে রাজ্য সরকার কর তুলে নিতেই পারে। আর উত্তরের রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন- পেট্রোপণ্যের উপর রাজ্যের কর কেন্দ্র থেকে ঠিক করে দেওয়া হয় বেশির ভাগ করই কেন্দ্রের কাছে চলে যায়।