দেশে করোনার দ্বিতীয় ঢেউ এখন অনেকটাই স্তিমিত। সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হয়েছে। কিন্তু সেই সঙ্গে মাথাচাড়া দিচ্ছে তৃতীয় ঢেউয়ের আতঙ্ক। বিপদ যে এখনও কাটেনি এবং করোনা বিধির অবহেলায় রাতারাতি দেশে ফের ফিরে আসতে এপ্রিল-মে মাসের ভয়াবহ সময়, তাতে ভ্রুক্ষেপ নেই বহু মানুষেরই। সম্প্রতিই ভাইরাল হয়েছে বিজেপি শাসিত রাজ্য হিমাচল প্রদেশের মুসৌরির কেম্পটি জলপ্রপাতে পর্যটকদের ভিড়ের ভিডিও। যা দেখে আঁতকে উঠেছে গোটা দেশ। এরই মধ্যে আরও একটি ভয় ধরানো ছবি প্রকাশ্যে এল উত্তরাখণ্ড থেকে। কোভিডবিধিকে তোয়াক্কা না করে হরিদ্বারের হর কি পৌরি ঘাটে পুণ্যার্থী ভিড় জমিয়েছেন হাজার হাজার পুণ্যার্থী।
ওই রাজ্যে এ বছরের এপ্রিলে একই ছবি ধরা পড়েছিল শাহি স্নানের সময়। দেশে তখন কোভিডের দ্বিতীয় ঢেউ চরম পর্যায়ে। এ রকম পরিস্থিতিতে শাহি স্নানের আয়োজন করে সমালোচনা মুখে পড়তে হয়েছিল উত্তরাখণ্ড সরকারকে। শাহি স্নানের সেই ঘটনা থেকেও শিক্ষা হয়নি। ফলে দেশে যখন করোনার তৃতীয় ঢেউ চোখ রাঙাচ্ছে, মারাত্মক সংক্রামক ডেল্টা প্লাসের সংক্রমণ বাড়ছে, এমন পরিস্থিতিতে হর কি পৌরি-র এই ঘটনা ফের বিতর্কের মুখে ফেলল উত্তরাখণ্ড সরকারকে।
গত বুধবারই নৈনিতাল হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল লকডাউনে যে সব বিষয়ে ছাড় দেওয়া হয়েছে তা যেন পুনর্বিবেচনা করে তারা। কারণ দেশের বিভিন্ন শৈলশহরগুলোতে পর্যটকরা ভিড় জমাচ্ছেন। উত্তরাখণ্ডের নৈনিতালও অন্যতম জনপ্রিয় শৈল শহর। আদালত তাই বলেছে, এমন পরিস্থিতিতে পর্যটনস্থলগুলোতে নিয়ন্ত্রণ না রাখলে পর্যটকরা ডেল্টা প্লাস বয়ে আনতে পারে রাজ্যে, তাই লকডাউন সংক্রান্ত ছাড় নিয়ে এখনই পুনর্বিবেচনা করা উচিত রাজ্য সরকারের।