রাজ্যে উচ্চ প্রাথমিক নিয়োগের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিয়েছে কলকাতা হাইকোর্ট। বলা হয়েছে, আগামী বুধবারের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। নতুন যে ইন্টারভিউ তালিকা কমিশন প্রকাশ করেছিল তাতেও আদালতে স্বস্তি মিলেছে রাজ্যের। এবার তার পরিপ্রেক্ষিতেই বড় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন তিনি জানিয়েছেন এবার থেকে প্রতি বছর শিক্ষক নিয়োগের জন্য টেট আর এসএসসি পরীক্ষা নেওয়া হবে। সেই অনুযায়ী বছর বছর নিয়োগও হবে। ব্রাত্যর কথায়, ‘আমরা প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ করব।’
প্রসঙ্গত, দীর্ঘ ৬ বছর ধরে এসএসসি নিয়োগ বন্ধ রয়েছে। টেট পরীক্ষা হয়েছিল ২০১৫ সালের ১৬ আগস্ট। যার ফলপ্রকাশ হয় ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর। এরপর মোট ১৪ হাজার ৩৯৯টি শূন্যপদে নিয়োগের কথা বলা হয়। টেট পাশ করেন মোট ২ লক্ষ ২৮ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী। ২০১৯ সালের জুলাই মাসে ইন্টারভিউ তালিকা প্রকাশিত হয়। ওই বছরের ৪ অক্টোবর নিয়োগের জন্য মেধাতালিকাও প্রকাশিত হয়। কিন্তু ২০২০ সালের ১১ ডিসেম্বর হাইকোর্ট প্যানেল খারিজ করে দেয়। ২০২১ সালের জানুয়ারিতে হয় অনলাইন ভেরিফিকেশন। তারপর ২১ জুন সাড়ে ১৫ হাজার প্রার্থীর ইন্টারভিউ তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে ফের হাইকোর্টে মামলা করা হয়েছিল। কিন্তু গতকালই তার প্রেক্ষিতে স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে। এদিন শিক্ষামন্ত্রী বলেন, মামলা না করে সকলের নিয়োগ নিয়ে ভাবা উচিত। মুখ্যমন্ত্রী বলেছেন স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে।