নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ভোটপর্ব চলাকালীন খুন হন তৃণমূল কর্মী রবীন্দ্রনাথ মান্না। তার পর থেকে গা ঢাকা দিয়েছিলেন মূল অভিযুক্ত, ২৬ বছর বয়সী রাধাকান্ত দাস ওরফে মিঠুন। বৃহস্পতিবার সিআইডি-র জালে ধরা পড়েছেন তিনি। গত ২৭শে মার্চ, আট দফায় নির্বাচনের প্রথম দফায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র নন্দীগ্রামে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন রবীন্দ্রনাথ। গুরুতর অবস্থায় কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু শেষমেশ বাঁচানো যায়নি। সেই সময় দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার বার্তা দিয়েছিলেন মমতা।
এরপর সিআইডির হাতে তদন্তভার যায়। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার খেজুরির হেড়িয়া এলাকার গোপন ডেরা থেকে তাঁকে গ্রেফতার করেন গোয়েন্দারা। শুক্রবার তাঁকে হলদিয়া আদালতেও তোলা হয়। তবে কী কারণে রবীন্দ্রনাথকে খুন করা হয়ে থাকতে পারে, তা নিয়ে এখনও ধন্দে তদন্তকারীরা। নন্দীগ্রামের তৃণমূল নেতৃত্বের দাবি, অভিযুক্ত মিঠুন এলাকায় বিজেপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। রবীন্দ্রনাথ তৃণমূল করতেন বলেই তাঁকে মারধর করা হয়। সেই মারেই মৃত্যু হয় তাঁর।