পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম কড়া বার্তা দিতেই আরও সুর নরম হল বেসরকারি বাস মালিকদের। আগামীকাল অর্থাৎ শনিবার থেকে রাস্তায় নামবে আরও সাড়ে তিনহাজার বাস। এমনটাই জানিয়েছেন বাস মালিকরা। এর ফলে ভোগান্তি সামান্য হলেও কমবে বলে আশা করছেন নিত্যযাত্রীরা। উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে সর্বপ্রথম রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হয় সমস্ত গণপরিবহণ। বেঁধে দেওয়া হয় দোকান-বাজার খোলার সময়সীমাও।
এর সুফল যে মিলেছে তা বলাই বাহুল্য। রাজ্যে আগের তুলনায় অনেকটাই কমেছে করোনা সংক্রমণ। ফলে ধীরে ধীরে ছন্দে ফিরছে জনজীবন। রাস্তায় নেমেছে অটো-সরকারি বাস। তবে দেখা মিলছে না বেসরকারি বাসের। মালিকদের দাবি, পেট্রোল-ডিজেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ভাড়া না বাড়ালে বাস নামানো সম্ভব নয়। এদিকে পরিবহণ মন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আগে রাস্তায় বাস নামানো হবে, ভাড়া নিয়ে পরে বিবেচনা করা হবে। অন্যদিকে নবান্নের তরফে সাফ জানানো হয়েছিল, আপাতত ভাড়া বাড়ানো হবে না।
এই পরিস্থিতিতেই আজ কলকাতা-সহ ১৩টি জেলায় বৈঠকে বসেন বেসরকারি বাস মালিকদের সবচেয়ে বড় সংগঠন বেঙ্গল কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের প্রতিনিধিরা। রাজ্য সরকারের কড়া বার্তা মেলার পর সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীকাল অর্থাৎ শনিবার রাস্তায় নামবে আরও সাড়ে তিন হাজার বাস। তবে সরকার যদি পরেও ভাড়া বৃদ্ধির অনুমতি না দেয় সেক্ষেত্রে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত রোড ট্যাক্স ও দূরপাল্লার বাসের টোল ট্যাক্স মকুবের আবেদন জানানো হবে মালিক সংগঠনের তরফে। তবে আপাতত আর এসব নিয়ে ভাবা হচ্ছে না।